Anulekhon.blogspot.com

Saturday, 10 August 2019

এবার বাংলা ভাগ সময়ের অপেক্ষা।

আমি কেন অনেকেই এই বিষয়টা জানত যে এটা ঘটবে, এরপর বাংলা ভাগ এবার বাংলা তিন টুকরো করে দেওয়া হবে। এক গোর্খাল্যণ্ড তথা দার্জিলিং ও কোচবিহার রাজ্যের কামতা পুর। যে ভাবে সংসদে বিল পাশ করে দিয়ে জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫ এ ধারা তোলার নাম করে রাজ্য টি কে দুটি ভাগ করে দেওয়া হলো। এখন দার্জিলিং এ দাস উঠেছে UT চাই, প্রথম UT তার পর রাজ্য। এবিষয়ে এক ধাপ এগিয়ে গেছেন, ও খান কার সাংসদ রাজু বিস্তা। তিনি অমিত শাহ কে চিঠি দিয়েছেন। অমিত শাহ ক
বলেছেন ভাবছি, ভাই এর নাম বিজেপি এরা দেশ ভাগ করতে ভালো পারে। এরা গুজরাত রাজ্যের অর্থাৎ গান্ধীর জাত ভাই, দেশের মানুষ মরুক আমার দেখার দরকার নেই। আমার ধর্মের নামে দেশ ভাগ করে স্বাধীনতা চাই, সেই রাজ্যের সেই আর্দশে মানুষ এরা এদের মুখে প্রেম কেবল ক্ষমতা দখল করার জন্য। ক্ষমতা দখল করে গুজরাত অঞ্চলে বসবা কারি মেরেঠের মারোয়ারি কে ব্যবসা করতে দেওয়া। নোট বন্দির পর অমিত জির ছেলের সম্পদ কত বেড়েছে। এরা ব্যবসা বোঝে, সেই জন্য কায়দা করে জম্মু কাশ্মীর থেকে তুলে নেওয়া হলো ৩৭০ ও ৩৫ এ ধারা। এবার বাংলা ভাগ, আর NRC চলুন তলপি তলপা গুটিয়ে রাখি। একবার দেশ ভাগ করে শাস্তি দেওয়া হয়েছে, বাঙালি হিন্দু দের। আমরা ব্যস্ত থাকব কাশ্মীর আলোচনা নিয়ে আর এদিকে গোপনে বাংলা ভাগারের ও NRC খাঁড়া নেমে বাঙালির উপর। কি ভালো বিজেপি এক দিকে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি, নেতাজি সুভাষ চন্দ্র বোস, বিবেকানন্দ প্রেম এতো দেখানো আর অন্য দিকে পিঠে ছুরি চালিয়ে দিচ্ছে।



No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...