Anulekhon.blogspot.com

Saturday, 10 August 2019

আজ বাংলার অগ্নি শিশু বিপ্লবী ক্ষুদিরাম বসুর মৃত্যু দিন।

আজ বাংলার অগ্নি যুগের অগ্নি শিশু বিপ্লবী ক্ষুদিরাম বসুর মৃত্যু দিন।এরকম বাংলা মায়ের অসংখ্য দামাল ছেলে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে নিজের প্রাণ বিসর্জন দিয়ে গেছে, যাদের জন্য আজ আমরা স্বাধীনতা ভোগ করছি। এই অগ্নি যুগের বীর বিপ্লবী কে আমার অন্তরের শ্রদ্ধা জানাই। এনারা যে বাংলা দেখতে চেয়ে ছিলেন, তা এখনও পূর্ন হয় নি। আসুন আমরা সবাই মিলে  এই কাজ সম্পূর্ণ করি। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...