Anulekhon.blogspot.com

Friday, 9 August 2019

মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি, আপনার জবাব নেই, আপনি থাকলে সব সম্ভব।




মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আপনার কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫এ ধারা তুলে দেওয়ার পরে সোসাল মিডিয়াতে প্রশংসা ও সমালোচনা দুটোই আছে। আমি বলছি, কাশ্মীর  ভারতের অংশ তাই ঐ আইন অন্য রাজ্যে যখন নেই, কাশ্মীরের জন্য কেন থাকবে? তুলে ভালো করেছেন অনেকে বলছে, আমি তো দেখছি, সারা দেশ মারোয়ারি বা হিন্দি ভাষী মানুষের দখলে যে টা গান্ধী চেয়ে ছিলেন। কাশ্মীরে এত দিন ঐ আইন থাকার ফলে, এই জাতীয় মানুষ জমি কেনা, ব্যবসা করতে পারছিল না। আপনি তার ব্যবস্থা করে দিলেন, খুব ভালো কিন্তু সোসাল মিডিয়াতে আপনার কয়েক জন ভক্ত বলছে, আপনি সেকেন্ডে কাজ করতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী জি ও ঐ সোসাল মিডিয়াতে যিনি লিখেছেন, তাকে প্রশ্ন তাহলে সারদা সহ, বিভিন্ন চিটফাণ্ডের এবং নারদা তদন্ত এখনও শেষ হয়নি কেন? ২০১৪ সালে আপনি বলেছিলেন, ক্ষমতায় এলে আপনি তিন মাসের মধ্যে জেলে ভরবেন। আপনার এক নেতা সিদ্ধার্থ নাথ জি বলে ছিলেন, ভাগ মুকুল ভাগ, ভাগ মদন ভাগ, মুকুল ভেগে আপনার দলের সম্পদ হয়েছে। আপনার তরুণ সাংসদ বলছেন, আপনি থাকলে সব সম্ভব, একদম ঠিক, সেই জন্য সারদা সহ চিটফাণ্ডের টাকা এখনও মানুষ ফেরত পেল না। অপরাধীরা জেলের বাইরে, চাকরির বিজ্ঞাপন দিয়েও চাকরির দিলেন না। দেশের ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে বিদেশে পালিয়ে গেল, ধরতে পারলেন না। বিগত ৪২ বছরে দেশের বেকার সমস্যা সবচেয়ে বেশি, কৃষকদের পেনশন প্রকল্প চালু করার কথা বললেন, সোসাল মিডিয়াতে জানলাম অনেকেই পেয়েছে, বাস্তবে দেখা গেল না। বি এস এন এল সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা পাকা করে ফেলেছেন। কাদের দেবেন আপনার ব্যবসায়ী বন্ধু দের হাতে, যারা মানুষ কে বিভ্রান্ত করার জন্য মিথ্যে বিজ্ঞাপন দিয়েছিল। দেশের ৭৩% সম্পদ ১% মানুষের হাতে, কৃষক মরুক দুঃখ নেই। বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী সভা তো আর কেন্দ্রীয় নেই, ও তো গুজরাত মন্ত্রী সভা, সত্যি আপনি প্রধানমন্ত্রী থাকলে সব সম্ভব, আপনি বাঙালির মন পেতে কত কথা বলছেন। শ্যামাপ্রসাদ মুখার্জ্জী, বিবেকানন্দ, সম্প্রতি সুভাষ চন্দ্র বোসের জন্যও আপনি আজাদ হীন বাহিনীর নায়ক তথা একটা মহান স্বাধীনতা সংগ্রামী কে সণ্মান দিয়েছেন। খুব ভালো কথা, কিন্তু আবার NRC করে বাঙালির পেছনে আছোলা দিচ্ছেন। আপনার সরকারের বিরোধীতা কেউ না করতে পারে সেই জন্য পরাধীন ভারতের আইন স্বাধীন ভারতেও চালু করার ব্যবস্থা করে ফেলেছেন। সত্যিই আপনার জবাব নেই, আপনি থাকলে সব সম্ভব। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...