Anulekhon.blogspot.com

Friday, 26 April 2019

এরকম এস এম এস কজন পেয়েছেন, এটা কোন সরকার করতে পারে কি না?


আমি জানি না এই এস এম এস কজন পেয়েছেন এবং কত জন ঐ এস এম এস অনুযায়ী নিজ ফোনের IMEI নম্বর পাঠিয়েছেন। এই IMEI নম্বর হচ্ছে, আপনার মোবাইল ফোনের আইডেন্টিটি, যেটা আপনি মোবাইল ফোন টি কেনার সময় আপনার ক্যাশ মেম তে উল্লেখ করা হয়েছে। ঐ নম্বর আপনার মোবাইল কে ট্র্যাপ করা যায়। আপনার মোবাইল হারিয়ে গেল খুঁজে বের করতে সাহায্য করে ঐ নম্বর, আপনার ফোন নম্বর আপনার আইডেন্টিটি কিন্তু সেটা অতটা সুরক্ষিত নয়। ফোন  কে কী করছে জানা যায় ফোন নম্বর দিয়ে, সেক্ষেত্রে একটু জটিল কিন্তু ঐ IMEI নম্বর থাকলে খুব সহজেই করা যায়। আমি জানি না কোন সরকার জনগণের ব্যক্তি গত সুরক্ষা না দেখে ঐ নম্বর চেয়ে পাঠাতে পারেন কি না? 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...