Anulekhon.blogspot.com

Friday, 26 April 2019

এরকম এস এম এস কজন পেয়েছেন, এটা কোন সরকার করতে পারে কি না?


আমি জানি না এই এস এম এস কজন পেয়েছেন এবং কত জন ঐ এস এম এস অনুযায়ী নিজ ফোনের IMEI নম্বর পাঠিয়েছেন। এই IMEI নম্বর হচ্ছে, আপনার মোবাইল ফোনের আইডেন্টিটি, যেটা আপনি মোবাইল ফোন টি কেনার সময় আপনার ক্যাশ মেম তে উল্লেখ করা হয়েছে। ঐ নম্বর আপনার মোবাইল কে ট্র্যাপ করা যায়। আপনার মোবাইল হারিয়ে গেল খুঁজে বের করতে সাহায্য করে ঐ নম্বর, আপনার ফোন নম্বর আপনার আইডেন্টিটি কিন্তু সেটা অতটা সুরক্ষিত নয়। ফোন  কে কী করছে জানা যায় ফোন নম্বর দিয়ে, সেক্ষেত্রে একটু জটিল কিন্তু ঐ IMEI নম্বর থাকলে খুব সহজেই করা যায়। আমি জানি না কোন সরকার জনগণের ব্যক্তি গত সুরক্ষা না দেখে ঐ নম্বর চেয়ে পাঠাতে পারেন কি না? 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দিকে।

  ব্রিটিশ ভারতের একমাত্র রাজ্য যেখানে প্রথম পাশ্চাত্য শিক্ষার হাত ধরে আধুনিক শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা গড়ে উঠেছিল। এক সময় বাঙা...