Anulekhon.blogspot.com

Tuesday, 23 April 2019

ভাষা, আর ব্যবহার বংশ পরিচয় বা জাতির পরিচয় বহন করে।

আমি বেশ কিছু দিন আগে ফেসবুক করা ছেড়ে দিয়ে ছিলাম। আমার মনে হয়েছিল ফেসবুক কোন ভদ্রলোক বা ভদ্রমহিলা করেন না। এখন আবার বেশ কিছু দিন ফেসবুক খুলে দেখছি, আমার ধারণা অনেকাংশে সত্যি, ভালো শিক্ষিত মানুষ বা ছেলে মেয়ে রা খুব কম ফেসবুক ব্যবহার করে, বর্তমানে নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দল প্রচার মাধ্যম হিসেবে ফেসবুক কে কাজে লাগাচ্ছে, শাসক বিরোধী সব দল কম বেশি আছে তাদের প্রচার নিয়ে। এই প্রচার যার যাকে ভালো লাগে তার হয়ে প্রচার করে। চোর, ডাকাত, তোলাবাজ, খুনি, ঘুষ খোর মানুষ কে ভয় দেখান ছাপ্পা দেওয়া দলের হয়ে প্রচার, এদের হয়ে যারা প্রচার করছে তাদের মনে হয় চিটফাণ্ডে টাকা ফেরত পেয়েছে বা ঐ টাকা ভাগ পেয়েছে বলে মনে হচ্ছে বা তোলা তুলে 75%আর 25%এ ভাগ করে নিয়েছে, এদের দলের সম্পর্কে এসব বলা যাবে না। এরা সেই দলের লোক যারা ভাগারের মাংস আর মদ পেলে তুষ্ট, তারপর কমেন্ট করছে প্রতিটি কথায় গালাগালি, বিশ্বের দরবারে বাঙালির সণ্মান হানি হচ্ছে, তারপর আছে বানান ভুল, এরা আবার গালাগালি দিয়ে গর্ব অনুভব করে, ভাবে না সারা বিশ্বের মানুষ যে খানে থেকে হোক এই সময়ে ভারত বর্ষের ভোটের দিকে নজর রাখছে। তারা প্রতি মুহূর্তে নজর রাখছে, ভাবছে আমি বাংলায় গালাগালি দিচ্ছি, বাঙালি ছাড়া কেউ বুঝতে পারছে না। তারা বুঝে বা না বুঝে যে সব ভাষা ব্যবহার করছে, সে সব নজর রাখার জন্য প্রতিটি সংস্থার লোকজন আছে। আরো একটা কথা শাসক দলের সমর্থন করে যারা তারা ঐ সব ভাষা বেশি করে লিখছে,আর একটা কথা শিখে রেখেছে 34 বছরে এরকম অনেক হয়েছে, আরে হয়েছে বলেই তো 2011 সালে মানুষ পাল্টে দিয়েছে, যাতে এগুলো না হয়, নাকি যা চলছিল, সেটা চলার জন্য পরিবর্তন করে ছিল! একটা কথা না বলে পারছি না, যারা কমেন্ট করতে গালাগালি করছে, তারা তাদের বংশ পরিচয় বিশ্বের দরবারে তুলে ধরছে, এটা একশ শতাংশ ঠিক।আর একটা কথা 34 বছর রাজত্ব কোনো মন্ত্রী নেতা জেল যায়নি ।


No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...