Anulekhon.blogspot.com

Friday, 12 April 2019

আমি বিরোধী দের বলছি, নেই নেই করবেন না।

ছবি টি ডেইলি হান্ট নিউজ ওয়েব সাইট থেকে নেওয়া ।আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা কর্মীদের বলছি, আপনারা কেবল রাজ্যের কিছু হয়নি, নেই নেই করবেন না ।কত কিছু হচ্ছে, চপ শিল্প শুধু চপ শিল্পের মালিক কে আত্মহত্যা করতে হয়েছে। উত্তর দিনাজপুরের বা কোচবিহারের ঘটনা, চাকরি পেতে হলে অনশন করতে হচ্ছে এই যা,অনশন বলতে সত্যিই অনশন, ঐ.  পর্দার আড়ালে চপ কাকলেট আর রাতের অন্ধকারে বিরিয়ানি খেয়ে অনশন না। এই অনশনে অসুস্থ হয়ে  পড়ছে, বাঘা যতীন ইংরেজের জেলে ৩৯দিন অনশন করে মারা গিয়ে ছিলেন। কন্যাশ্রী আছে, কেবল টাকাটা পেলে জমিয়ে রাখা দরকার, কলেজে ভর্তির জন্য ভাইপো দের ঘুষ দিতে হবে। বিয়ের জন্যে রূপশ্রী আছে, সে বিয়ে গেলেও পাওয়া যায়। আবার বিধবা ভাতা দেওয়া হয়,স্বামী মারা না গিয়েও পাওয়া যায়। কেবলমাত্র শাসক দলের কাউন্সিলরের বউ হতে হবে(তারকেশ্বরের কাউন্সিলর ) মদ খেয়ে মরে গেলে টাকা আছে, সেই জন্য গ্রামে গ্রামে অলিতে গলিতে মদের দোকান খোলা রাস্তায় মদ বিক্রি করা যাবে। গরীব খেটে খাওয়া মানুষ অনেক কষ্টে দুশ বা তিন শ টাকা আনল তার মদ খেতেই সব শেষ। বাড়িতে এসে বৌ ছেলে মা কে বাবাকে মারা, তবে দুঃখ নেই ও মারা গেলেই দু লক্ষ টাকা পাওয়া যাবে। আর বিষ চুল্লু বাংলা চুল্লু তে বিষ মিশিয়ে নিন ব্যাস কেল্লাফতে, এর জন্যে বেশি দূরে যেতে হবে না। সিঙ্গুরে পল্তাগড় গ্রামে বাড় পাড়ায় যান পেয়ে, একজন শাসক দলের কর্মী না সমর্থক আছে, তাকে পুলিশের বাবারাও কিছু বলে না। সত্যিই আজব এক রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দিকে।

  ব্রিটিশ ভারতের একমাত্র রাজ্য যেখানে প্রথম পাশ্চাত্য শিক্ষার হাত ধরে আধুনিক শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা গড়ে উঠেছিল। এক সময় বাঙা...