Anulekhon.blogspot.com

Wednesday, 10 April 2019

শাসকের এত ভয় কীসের!

ছবি টি ডেইলি হান্ট নিউজ ওয়েব সাইট থেকে নেওয়া।বর্তমান রাজ্য সরকার এত ভয় পাচ্ছে কেন, সুস্থ নির্বাচনে, আমি ভয়ের কিছু তো দেখছি না, কারণ এই রাজ্য সরকার উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন। অলিতে গলিতে ঢালাই রাস্তা গ্রামের ভিতরে পাইপ লাইনের মাধ্যমে জল পিচ রাস্তা তার পরেও জনগণ তথা ভোটার কে এতো ভয়, বলতে হচ্ছে নকুল দানা খাওয়াবার কথা বিরোধী কে চোখ বুঝিয়ে দেওয়ার কথা আবার শলাকা নিয়ে দাঁড়িয়ে থাকা প্রিসাইডিং অফিসার কে দিয়ে ভোট দিয়ে নেওয়ার কথা মানুষ কে ভয় দেখাতে হচ্ছে। আমার মনে হয় কারণ সারদা, বা চিটফাণ্ড কাণ্ড নারদা তোলা বাজি সিন্ডিকেট ধর্ষণ এগুলো মানুষ ভালো ভাবে নেয়নি, তাই এত শ্রী সাইকেল জুতো খাতা শুভেচ্ছা পত্র দিয়েও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে মানুষ কে তাই পঞ্চায়েত ভোটে অতিরিক্ত ছাপ্পা দিতে হলো। গত বিধানসভা ভোটে ভয় দেখিয়ে ভোট নিতে হলো, পঞ্চায়েত ভোটে প্রিসাইডিং অফিসার রাজকুমার রায় কে প্রাণ দিতে হলো। আমার শাসক একবার মানুষ কে ভোট দিতে দাও দেখি সত্যি কী ফল পাওয়া যায়। আশা করি উন্নয়নের জোরে শাসক দল জীতবে প্রমাণ হবে বিরোধী দল যা বলেছে সব মিথ্যে। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...