ছবি টি ডেইলি হান্ট থেকে নেওয়া। আমাদের দেশ স্বাধীনতার মুখ দেখে ছিল, ধর্মের নামে দেশ ভাগ করে, তাতে ক্ষতি গ্রস্ত হয়ে ছিল, বাঙালি হিন্দু জাতির লোক জন আর পাঞ্জাবের অধিবাসীদের। এই ধর্মের নামে দেশ ভাগের হোতা কারা তৎকালীন কংগ্রেসের নেতারা, নির্লজ্জের মতো তখন কার উদ্বাস্তু দের এখন পর্যন্ত পুনর্বাসন দেওয়া হয় নি। আর সেই রকম একটা মহা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো দলের সাথে, ভোট সমঝোতা করছে সি পি আই এম, কারণ বিজেপি নাকি সাম্প্রদায়িক, বিজেপি কী করতে চাইছে এক দেশ এক আইন সেখানে কোনো ধর্মীয় আইন থাকবেন না। উত্তরের কোনো রাজ্যের জন্য বিশেষ সুযোগ সুবিধার আইন থাকবে না, কারণ তারা দেশের অন্য জনগণের করের টাকায় ভর্তুকি প্রাপ্ত জিনিস পত্র খাবে পড়বে আর সেনা বাহিনী আর পর্যটকদের পাথর ছুঁড়বে, এ জিনিস চলতে পারে না। আজ নিচু স্তরের অনেক বাম সমর্থক বিজেপি দিকে ঝুঁকে পড়েছে, কারণ নেতা দের এই দ্বিচারিতা, এক দিকে স্বাধীনতার সময় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো দল, যারা সংরক্ষণের নামে দেশে আরও সম্প্রদায়ে ভাগ করে দিয়েছে। যেখানে সংরক্ষণ হওয়া উচিত ছিল অর্থ বা আয়ের ভিত্তিতে।
আমরা দেখে ছিলাম সিঙ্গুর থেকে রাজ ভবন অভিযান যে মিছিল হয়েছিল, সেটা ঐতিহাসিক মিছিল, আবার গত 3/2/2019 বামেদের বিগ্রেডে জনসভায় তিল ধারণের জায়গা ছিল না। উপরের ছবি টি তার একটি, দেবলীনা হেমব্রম বক্তব্য রাখছেন, ছবি টি তে দেখা যাচ্ছে। আমি অনেকে বলতে শুনেছি আরেকটা বিগ্রেড মাঠ লাগবে এর পরও কংগ্রেসের সঙ্গে জোট, গত বিধানসভা নির্বাচনে জোটের ফলে বামেদের ভোট কমেছে, কি জানি রাজ্যের বাম নেতারা কী বুঝেছেন।
আমরা দেখে ছিলাম সিঙ্গুর থেকে রাজ ভবন অভিযান যে মিছিল হয়েছিল, সেটা ঐতিহাসিক মিছিল, আবার গত 3/2/2019 বামেদের বিগ্রেডে জনসভায় তিল ধারণের জায়গা ছিল না। উপরের ছবি টি তার একটি, দেবলীনা হেমব্রম বক্তব্য রাখছেন, ছবি টি তে দেখা যাচ্ছে। আমি অনেকে বলতে শুনেছি আরেকটা বিগ্রেড মাঠ লাগবে এর পরও কংগ্রেসের সঙ্গে জোট, গত বিধানসভা নির্বাচনে জোটের ফলে বামেদের ভোট কমেছে, কি জানি রাজ্যের বাম নেতারা কী বুঝেছেন।
No comments:
Post a Comment