Anulekhon.blogspot.com

Tuesday, 5 March 2019

পথ বা রেল দূর্ঘটনা আর উদ্ধার কারী স্থানীয় মানুষ।

ছবি টি অন লাইন আনন্দ বাজার পত্রিকায় থেকে নেওয়া।আমার শোনা ও দেখা কিছু দূর্ঘটনার সময় সাধারণ মানুষের উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে, দূর্ঘটনায় আহত মানুষ দের একটু সাহায্য করেন। কারণ দূর্ঘটনা স্থলে পুলিশ বা উদ্ধার কারী দল, সর্বদা দেরী করে পৌঁছায়, কিন্তু আমি জানি কিছু স্থানীয় বাসিন্দা আছেন, যারা উদ্ধারের নামে লুট চালায়। আগেই মৃত মানুষ গুলোর পকেট ফাঁকা করে, যে যেমন ভাবে পারে, তাই অনেক সময় মৃত মানুষের পরিচয় জানা যায় না। গুরুতর জখম ব্যক্তিদের সেবা দেওয়ার নামেও এই নোংরামি করে।অনেক দিন আগের একটা দূর্ঘটনার কথা চাঁপাডাঙ্গা পিয়সারার মাঝে ঘটে ছিল। দূর্ঘটনায় আহত এক ব্যক্তির কাছে পাঁচ শ টাকার নোট ভর্তি ব্যাগ ছিল, তিনি আহত মাথা থেকে রক্ত পাত হচ্ছে, তার ঐ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিতে চেষ্টা করে যাচ্ছে, একদল স্থানীয় উদ্ধার কারী, এরকম আরো অনেক ঘটনা চোখে পড়ে, তবে এটাও ঠিক সবাই যে এ কাজ করে না, এই সব উদ্ধার কারী অনেক ভালো মানুষ আছেন, যারা সত্যিকারের মানুষের সেবা করার জন্য বা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, তাদের সেবা করেন। আহত ব্যক্তি দের সেবা করেন, ঠিকানা জেনে বাড়িতে খবর দেওয়ার ব্যবস্থা করেন, সেই সকল ভালো মানুষ দের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে, যেমন ফারাক্কার কাছে ভোর রাতে শীতের সময় অনেক মানুষ তাদের জীবন বিপন্ন করে অপর অনেক মানুষ কে বাঁচিয়ে ছিলেন। আমি কাগজে পড়ে জেনেছি তাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়েছে, যা ইতিহাস মনে করিয়ে দেয়, তাই যারা এসব করে তাদের জন্যে ভালো মানুষ যারা সত্যিকার মানুষের দুঃখে বিপদে ঝাঁপিয়ে পড়ে সেই সব মানুষদের অনেকে বিশ্বাস করতে পারে না। সমাজে সকল মানুষ খারাপ হয়ে যায়নি, তাহলে সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যেত। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...