ছবি টি oneindia অন লাইন নিউজ পোর্টালে বেড়িয়ে ছিল ।এরা ssk msk as এর শিক্ষক বেতন বাড়ানোর দাবি নিয়ে বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন। কেউ কেউ অনশন শুরু করেছেন, আরেক দল মেয়ো রোডের ধারে অনশন শুরু করেছেন, অনেকে দিন হলো ssc পরীক্ষা দিয়ে প্যানেলে নাম আছে চাকরি হচ্ছে না। সামনে লোক সভা ভোট ঘোষণার আগে দু সরকার বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে, আবেদন করলেই চাকরি হবে ।2012 সালে ssc দিয়ে এখনো পর্যন্ত চাকরি হলো না। যারা এদের মধ্যে ঘুষ দিতে পেরেছে তাদের দু একজনের চাকরি অবশ্য হয়েছে ।বিজ্ঞাপনে কাগজের পাতা ভরে যাচ্ছে, গত বিধানসভা নির্বাচনের আগেও এরকম অনেক এবং অসংখ্য বিজ্ঞাপন আমরা দেখেছি। গত 2006 থেকে 2008 সাল পর্যন্ত যে ভাবে একটা বড়ো কারখানা তৈরি হতে দেয়নি।সিঙ্গুরের ঐ ঘটনার পর থেকে পশ্চিমবঙ্গের আর কোনো কারখানা হয়নি। উল্টে হিন্দমোটর বন্ধ হয়ে গেছে, অনেক বড়ো বড়ো প্রতিশ্রুতি, কিন্তু সব ফাঁকা, এখন তোলা আর ঘুষের কারখানা চলছে, যে যত পারো লুটে নাও, বামেদের আমলের শেষের দিকে এই রকম শুরু হয়েছিল, তা এখনও চলছে, আরো বেশী করে, তখন শতাংশ কম ছিল, এখন অনেক বেড়েছে, মনে পরে 2016 বিধানসভা নির্বাচনের আগে তারকেশ্বরে, হুগলি জেলার অফিসার দের নিয়ে সরকারি সভায় মাননীয়া কী বলে ছিলেন " অত কাট মানি খেলে হবে, তার সাথে ধমক দিয়ে সিঙ্গুরের একজন কে বলে ছিলেন, কামার কুণ্ডু রেল সেতু এখনো পর্যন্ত হলো না কেন? আমি কোনো কথা শুনব না, এক বছরের মধ্যে ঐ সেতু তৈরি করতে হবে, আজ তিন বছর হয়ে গেল এখনো হয় নি, তবে হয়নি খুব ভালো, হলে তো আবার ভেঙে পড়ার ভয়, কখন কার ঘাড়ে পরে তার ঠিক নেই, আর এখন এই রাজ্যের সাধারণ মানুষের কোনো দাম নেই, তারা মরলে নেতা মন্ত্রীরা হাত তালি দেয় ।সাধারণ মানুষের দুঃখের কথা কেউ শোনে না, এখন তো আবার নেতা মন্ত্রী বিধায়ক সকলেই অকালে মরছে, কি যে রাজনীতি এলো দেশে বুঝতে পারছি না। সাধারণ মানুষ ভোট দিতে পারত সেটাও সে পারবে না, বেতন বাড়ানোর জন্য আর চাকরি পাবার জন্য আন্দোলন, ২০০০ টাকা বেতন বাড়িয়ে দেয় না, তা না হলে হাঁস মুরগি ছাগল গোরু থালা দেবেন কী করে? আর বিদ্যালয়ে পরিকাঠামো উন্নয়নে টাকা নেই, কিন্তু কাগজ পুরোণ লক্ষ লক্ষ টাকা খরচ করে চিঠি ছাপিয়ে বিলি খাল বিল নদী উৎসব, বিদেশের অনুকরণে দুর্গা পূজার কার্ণিভাল মাটি উৎসব, নিজের বেতন এক টাকার বদলে 90000 টাকা বিধায়ক ও মন্ত্রী দের বেতন কয়েক গুণ বৃদ্ধি, আমায় সবাই মাপ করে দেবেন, এসব না লেখা ভালো নয় কারণ টাকা তো আমার নয়, আর জনগণের ও নয়, ওই টাকা সরকারের টাকা সরকার যা খুশি তাই করতে পারে, তাই তোমরা যতই ধরণা দাও আর আন্দোলন করতে শুরু কর আমি হয় ত ঘোষণা করতে পারি, সামনে লোক সভা নির্বাচন হবে, আমার টাকা আমি দোব কি না, আমার ব্যপার। আগেই বলেছি এরাজ্যে সাধারণ মানুষের মৃত্যু হলে নেতা মন্ত্রীরা হাত তালি দেয়, আবার যার মাথায় অক্সিজেন কম যায় সে তো সরাসরি বোম মারতে বলছে, আমি ঐ সব অনশন কারি যুবক যুবতী দের বলছি, দেখ তোমরা না খেয়ে অনশন করো না, তা হলে ঐ ছাব্বিশ দিনের রেকর্ড ভাঙতে পারবে না। সবাই ভালো থাকুন আর সামনে লোক সভা নির্বাচন, তাই আমি এসব আন্দোলন বরদাস্ত করছি না হলে, দেখিয়ে দিতাম কেমন করে আন্দোলন করতে হয়। আর কেউ দুঃখ করো না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি পশ্চিমবঙ্গের ৪২ লোকসভা আসনে জিতব, প্রধানমন্ত্রী হয়ে, কেন্দ্রীয় সরকারের অধীনে যত রকম কর্মী আছে অমিত কে দিয়ে সবার বেতন কমিয়ে দেওয়ার ব্যবস্থা করব, সব পশ্চিমবঙ্গের সমান করে দোব চিন্তার কী আছে আর কটা দিন, সব রাজ্য পশ্চিমবঙ্গের সমান হয়ে যাবে ।
Anulekhon.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।
উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...

-
সরস্বতী পুজোর পদ্ধতি, পরপর যা করতে হবে।১)আচমন ২)বিষ্ণু স্মরণ ৩)স্বত্ত্বি বাচন ৪) স্বত্ত্বি সূক্ত ৫) সাক্ষ্য মন্ত্র ৬) বরণ ৭) সংকল্প ৮) স...
-
আমি এর আগে একটি ব্লগে লিখেছি, দুর্গা যষ্টী পূজার মন্ত্র ।এখানে বলি আমি পণ্ডিত নই, বিভিন্ন ধরনের বই পড়ে, আর দু একজন ব্রাহ্মণের সাথে কাজ ...
-
ছবি টি কীসের বা কোন প্রাণীর নিশ্চয়ই বলে দিতে হবে না। মানুষের প্রথম পোষ মানা প্রথম প্রাণী, হয়তো অনেকেই পড়ে বলবেন এবার নতুন কী এতো আমরা স...
No comments:
Post a Comment