ছবি টি ডেইলি হান্ট নিউজ ওয়েব সাইট থেকে নেওয়া।আজ আমি বা আমরা অনেকে দেখছি বা শুনছি, আমাদের মুখ্যমন্ত্রী এমন কিছু কথা বলে দিচ্ছেন, যা নিয়ে সারা দিন, কেন বেশ কিছু ধরে আলোচনা করে। যেমন উনি উত্তর বঙ্গের হাইকোর্টের সার্কিট বেঞ্চ উদ্বোধন করতে গিয়ে বলে এলেন, ১৯১২ সালে তিনি ওটির শিলান্যাস করেছিলেন। আবার তিনি একটি বই লিখেছেন উপলব্ধি তার সাথে তিনি যা করেছেন কিছু মিলছে না। আসলে তিনি একা নন, বিশ্বের প্রায় সকল দেশের বড়ো বড়ো নেতা মন্ত্রী রা প্রতি মুহূর্তে এটা করে থাকেন। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বা আমাদের প্রধানমন্ত্রীকে দেখুন তিনিও কম মিথ্যে বলেন না। আমাদের দেশের মিডিয়া গুলো যদি এদের সঙ্গে না থাকত তাহলে আমরাও জানতে পারতাম প্রতি মুহূর্তে কত গুলি মিথ্যে কথা বলছেন। যেমন আমেরিকার প্রেসিডেন্ট মিথ্যে কথা বললে ওখান কার মিডিয়া হিসেবে রাখে, আমাদের দেশে রাজনৈতিক দল বা ক্ষমতাসীন দল, সব সময় মিডিয়া কে টাকা দিয়ে বগল দাবা করে রাখে, প্রতি নিয়ত প্রচারের আলোয় থাকার জন্য। সাধারণ মানুষ সরকারের বা দেশের কি ঘটেছে, কোনও ঘটনার পর কী করা হলো বা সরকারের দোষ ত্যাগ নিয়ে আলোচনা করতে পারে না, ভয়ে না হলে নির্বাচনের আগেই প্রচার করে কে কতটা আসনে জয় লাভ করবে। আমার আলোচ্য বিষয় ওটা নয়, তাহলে এরা কেন এতো এরকম বলেন, সবাই মিলে ভাবছেন, এরা কিছু জানে না, বোকা, না হলে অশিক্ষিত মোটেও তা নয়, আসলে এরা সবাই খুব চালাক সাধারণ মানুষ যাতে এদের খারাপ কাজ গুলো নিয়ে না আলোচনা না করে বা ভাবে এরা বোকা বলে ঐ কাজ গুলো করেছে, সেই জন্য এই সব কথা বলা লেখা প্রকাশ করা করে যায়, আমরা যেমন রাস্তার কোনো মাতাল কিছু বললে কি বলি ও মাতাল তাই করে ফেলেছে। একজন লেখাপড়া জানা ভদ্র লোক করলে কি বলি, আপনি শিক্ষিত হয়ে এ কাজ করলেন। আমাদের বা সাধারণ মানুষ যাতে করে সর্বদা ব্যস্ত থাকে, এদের এই সব আ কথা কু কথা নিয়ে,নিজেদের দাবি বা অভাব অভিযোগ ভুলে থাকতে পারে তার জন্য এটা এক ধরনের খোড়াক। আমাদের রাজ্যের এস এস সি পরীক্ষা পাশ করে ঘুষ দিতে না পেরে চাকরি হয়নি, তারা আজ অনশন করছে, একজনের গর্ভস্থ শিশু নষ্ট হয়ে গেছে,আরো অনেক আন্দোলন হচ্ছে, সে কথা কোথায় প্রচার কেবল মাত্র নিজেদের মধ্যে ফেসবুক ও হোয়াটস এ্যাপে বন্দী। এই জন্য বলছি এরা এগুলো বলে এরা অতিব চালাক তাই এগুলো বলে,এদের সাথে যারা থাকে বা যে লোক এদের ভাষণ লিখে দেন, তারা কি লেখা পড়া জানে না, মনে হয় মোটেও না সব ঠিক থাকে এরা ইচ্ছা কৃত এগুলো করে থাকে।
Anulekhon.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।
উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...

-
সরস্বতী পুজোর পদ্ধতি, পরপর যা করতে হবে।১)আচমন ২)বিষ্ণু স্মরণ ৩)স্বত্ত্বি বাচন ৪) স্বত্ত্বি সূক্ত ৫) সাক্ষ্য মন্ত্র ৬) বরণ ৭) সংকল্প ৮) স...
-
আমি এর আগে একটি ব্লগে লিখেছি, দুর্গা যষ্টী পূজার মন্ত্র ।এখানে বলি আমি পণ্ডিত নই, বিভিন্ন ধরনের বই পড়ে, আর দু একজন ব্রাহ্মণের সাথে কাজ ...
-
ছবি টি কীসের বা কোন প্রাণীর নিশ্চয়ই বলে দিতে হবে না। মানুষের প্রথম পোষ মানা প্রথম প্রাণী, হয়তো অনেকেই পড়ে বলবেন এবার নতুন কী এতো আমরা স...
No comments:
Post a Comment