এদের পর বাকী থাকে সি পি আই এম বা বামফ্রন্ট, এখানে চোর ঘুষ খোর নেই বললেই চলে কারণ এরা এখন ক্ষমতায় নেই, কিন্তু মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য বামফ্রন্ট প্রার্থীরা দু একজন ছাড়া বাকি সব মানুষের বক্তব্য হলো নেতাদের বয়স বেশি, আর এরা সেই আগের মতই আছে, নিজেদের পাল্টাতে পারে নি। কোন কম বয়সী কে উঠতে দেয় না, এ বিষয়ে একটি অভিজ্ঞতা এই দলের এক নেতা অনেক দিন আগে বলছেন, উপযাচক হয়ে এসেছে, তার মানে এরা নেতা বানানোর জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে আসে, আবার কিছু দিন আগে তিনি বলেন যেমন চলছে চলতে দাও। আবার তাকে গন সংগঠন থেকে বাদ দেওয়ার জন্য কত পরিকল্পনা, এটার কারণ আমার মনে হলো নেতার থেকে তার জন সংযোগ অর্থাৎ নেতার কথায় সে যদি না বলেছে,তার পিছনে তার সম্পর্কে নানা ধরনের ভালো মন্দ কথা প্রচার করা হবে। অন্য সকল সদস্যের কাছে কীভাবে ছোট করা যায় তার পরিকল্পনা, শেষ পর্যন্ত নিজে অপমানিত হতে হবে বুঝতে পারে না। কারণ এই সব জেলাস দের মান অপমান বোধ কম, যা হোক এসব কথা আলোচ্য বিষয় নয়। মানুষের মনে একটাই প্রশ্ন যদি দেখা যায় এই লোক সভা ভোটে বামফ্রন্ট ভালো আসন পেল, বা পেল না, কিন্তু যদি আগামী বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসে, তাহলে এই সব সত্তর ঊর্ধ্বে নেতারা চোখ রাঙাবে একটা কাজ নিয়ে বললে আগের মতো বছরের পর বছর ঘোরাবে, বিপদের সময় পাশে পাওয়া যাবে না। সামনে এসে দাঁড়াবে না,উল্টে কাজ যাতে না হয় তার ব্যবস্থা পাকা করে দেবে। সেই কারণেই মানুষ এদের সরিয়েছে, চোর নয় জানলেও এই সব নেতা দের কারণে আগামী লোকসভা বা বিধান সভা নির্বাচনে জেতা বা বামেদের ফিরে আসা মুশকিল, তাই নেতা বদলাতে হবে বা নেতাদের মনোভাব বদল করতে না পারলে বামফ্রন্টের এ রাজ্যে ক্ষমতায় ফিরে আসা মুস্কিল।
Anulekhon.blogspot.com
Sunday, 24 March 2019
পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিতে কোন দল ভোট পাওয়ার যোগ্য, আপনার ভাবনা চিন্তা কি?
Subscribe to:
Post Comments (Atom)
পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।
উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...

-
সরস্বতী পুজোর পদ্ধতি, পরপর যা করতে হবে।১)আচমন ২)বিষ্ণু স্মরণ ৩)স্বত্ত্বি বাচন ৪) স্বত্ত্বি সূক্ত ৫) সাক্ষ্য মন্ত্র ৬) বরণ ৭) সংকল্প ৮) স...
-
আমি এর আগে একটি ব্লগে লিখেছি, দুর্গা যষ্টী পূজার মন্ত্র ।এখানে বলি আমি পণ্ডিত নই, বিভিন্ন ধরনের বই পড়ে, আর দু একজন ব্রাহ্মণের সাথে কাজ ...
-
ছবি টি কীসের বা কোন প্রাণীর নিশ্চয়ই বলে দিতে হবে না। মানুষের প্রথম পোষ মানা প্রথম প্রাণী, হয়তো অনেকেই পড়ে বলবেন এবার নতুন কী এতো আমরা স...
No comments:
Post a Comment