Anulekhon.blogspot.com

Monday, 25 March 2019

দিদি কুকুর বলে ঠিক করেছে, আমরা একেই ভোট দেব।

ছবি টি ডেইলি হান্ট নিউজ ওয়েব সাইট ও নজরবন্দী নিউজ পোর্টালে বেড়িয়ে ছিল ।ছবি টি তে কিছু বিশেষ ক্ষেত্রের শিক্ষকের বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন।  শিক্ষকের মর্যাদা বর্তমানে এই রাজ্যে নেই, একদল হবু শিক্ষক আমরণ অনশন করছে, আরো কিছু শিক্ষক বেতনের দাবিতে বিক্ষোভ অনশন করছে, (ssk, Msk) এরা অনশন শুরু করেছেন,কম্পিউটার শিক্ষরা বেতনের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন, পার্শ্ব শিক্ষকরা বেতনের দাবিতে বিক্ষোভ দেখিয়ে বেতন দশ হাজার করেছে, তারাও লড়াই আন্দোলন করে চলেছে।প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা উস্থি নামক একটি নতুন সংগঠন করে পি আর টি স্কেলের দাবি তে আন্দোলন শুরু করেছে, তারা দিল্লি পর্যন্ত গেছে। সরকার আবার তাদের কিছু নেতা কে ৩০০ থেকে ৬০০ কিলোমিটার দূরে বদলি করে দিচ্ছে। সর্বশিক্ষা অভিযান মিশনের কর্মীদের বেতন কম তারা আন্দোলন করছে। এমনি সরকারি কর্মীদের ডিএ নিয়ে কেস আছে আবার আন্দোলন ও আছে। ডিএ পে কমিশন নিয়ে আলোচনা না করে সরকারি আন্দোলন ভাঙার জন্য সরকার তাদের কেউ দূরে বদলি করে দিয়েছে। সরকার ছ মাস আগে ডিএ ঘোষণা করেন সেটা কে পাঁচ বার ছ বার বলেন। এমন ভাবে বললেন সাধারণ মানুষ ভাবে, এত দিচ্ছে তারপরও আন্দোলন, ডিএ পে কমিশন নিয়ে আন্দোলন করলে বা দাবী করলে, বলছেন ঘেউ ঘেউ করবেন না। অনেক দিচ্ছি, এবার আমার প্রশ্ন এই সরকারী কর্মীদের মধ্যে পুলিশ পরে তাদের হাব ভাব দেখে মনে হচ্ছে না, যারা কেন্দ্রীয় সরকারের কর্মী সচিব পর্যায়ের তাদের কথা বাদ দিন, আমাদের মধ্যে এমন অনেক কর্মী ও শিক্ষক আছেন, যারা এই সরকার কে পারলে এখনই দিল্লি পাঠিয়ে দেয়, এদের মধ্যে অনেকে উস্থি তে আছেন,আবার অন্য শিক্ষক সংগঠনেও আছেন। তাদের এমন একটা মন ভাব ডিএ দিক আর না দিক পে কমিশন দিক আর না দিক, ডিএ এর কথা বলা হলে ঘেউ ঘেউ করতে বারণ করেন, তাও সই তবুও এদের ক্ষমতায় আনতেই হবে। আজ আমার দুই সহ কর্মী হঠাৎ করে জিজ্ঞেস করে পোস্টাল ব্যবহার সম্পর্কে জানতে চায় । আমি কোনো উত্তর দিই না, আমার এক সহকর্মী তৃণমূল নেতার মেয়ে বলে ওঠে আমাকে দেবে, ভাবুন ভোটের গোপনীয়তা নেই। একজনের ব্যালট আরেক জন চেয়ে নিচ্ছে। তবে আমি জানি ঐ সহকর্মী ওদের কে ভোট দেবেন। ডিএ কী কাল থেকে যদি বলেন তোমার বেতন অর্দ্ধেক করে দেব তাও, এরা দিদির সঙ্গে আছে, তাহলে দেখা যাবে যতই দিদি বলুন ঘেউ ঘেউ করবেন না, অর্থাৎ কুকুর বলুক এরা হচ্ছে সত্যিই কারের ঐ জাত। তাহলে আমার মতে দিদি কুকুর বলে ঠিক করেছে। এদের আদর করে বলেছে। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...