Anulekhon.blogspot.com

Monday, 11 March 2019

বাংলায় এমন সুদিন এসেছে চাকরির জন্য অনশন করতে হচ্ছে।

ছবি টি ডেইলি হান্ট নিউজ ওয়েব সাইট থেকে নেওয়া ।গত কয়েকদিন ধরে ssc পাশ করা চাকরি প্রার্থীদের অনশন চলছে। অনেকে অসুস্থ হয়ে পড়ছেন, অনেক মা তাদের বাচ্ছা দের নিয়ে অনশন করছে, 2012 সালে চাকরির পরীক্ষা দিয়ে ও তালিকা ভুক্ত হয়েও চাকরি হয় না। এ রাজ্যে ঘুষ না দিলে  চাকরি হয় না । যে রাজ্যে পাঁচ হাজার টাকার চাকরি (ICDS) পেতে হলে ঘুষ দিতে হয়। সেখানে সুস্থ ভাবে চাকরির পরীক্ষা দিয়ে চাকরি ভাবা  যায় ।এ রাজ্যে কাগজের বিজ্ঞাপনে চাকরি আছে, চাকরির পরীক্ষা নেওয়ার নামে প্রহসন আছে, কেবল ঘুষ না দিলে চাকরি নেই। সেই জন্যই আজ চাকরি না পেয়ে কোলের বাচ্ছা নিয়ে অনশন করতে হচ্ছে, বা গর্ভবতী অবস্থায় অনশন করতে হচ্ছে, এতো আর পর্দার আড়ালে অনশন নয়, তাই অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। আজ টিভি নিউজে দেখলাম, এক মায়ের গর্ভপাত হয়ে গেছে, যা গোটা পশ্চিমবঙ্গের লজ্জা সত্যিই উন্নয়নের ফোয়ারা ছুটছে, সত্যিই আমরা সেই বাঙালি জাতি যারা গোটা দেশ কে মানবতার বানী শিখিয়েছে। কোথায় গেলেন মানবতার পূজারিরা, আমি জানি না কবে বাঙালি এই অমানবিকতা থেকে মুক্তি পাবে। বাঙালি আজ বিবেক, মনুষ্যত্ব বিকিয়ে দিয়েছে, পাঁচ শ টাকা বা পাঁচ দশ হাজার টাকা পাবার লোভে, আর এক দল মো সাহেব তৈরি হয়েছে, কাট মানি খাওয়ার জন্য।কাট মানির ভাগ দিলেই চলবে। কোথায় সেই বাঙালি জাতি? যারা স্বাধীনতার লড়াই করে ছিল । প্রতিবাদের ভাষা হারিয়ে গেছে,আমরা কত নির্লজ্জ হতে পারি এটা তার একটা দৃষ্টান্ত। যদি সৎ সাহস থাকে আসুন আগামী দিনে একে ধাক্কা মেরে ফেলে দিয়ে আসি বঙ্গোপসাগরে। যত রকম ভাবে বাঙালি কে ছোট করা যায় সেটাই হচ্ছে, সাহিত্যে, চুরিতে, স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গে যত সরকার এসেছে এ রকম সরকার কোন দিন আসেনি। চৌঁত্রিশ বছর বাম সরকার ছিল, 41 না 42 টা কমিশন গঠন করেও আট বছরেও একজন নেতা মন্ত্রী কেও জেলে ভরতে পারে নি। তাই বলছি এই লোক সভা ভোট আসছে, এই সরকার কে বুঝিয়ে দিন বাঙালি এখনো বিবেক হীন হয়ে যায় নি।

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...