Anulekhon.blogspot.com

Wednesday, 6 March 2019

দেশে মাফিয়া আর দূস্কৃতি দের কাছে যে পরিমাণ অস্ত্র আছে, তা পুলিশের কাছে নেই।

স্বাধীনতার সত্তর বছর পরেও দেশ স্বাধীন হবার পরও সাধারণ মানুষের দুঃখের শেষ নেই। ইংরেজ আমলে ব্রিটিশ সরকার ভারত বাসী দের কুকুর বিড়াল ভাবত পান থেকে চুন খসলে গুলি করে মেরে দিত, পিটিয়ে মেরে দিত। সত্তর বছর হলো ব্রিটিশ ভারত ছেড়ে চলে গেছে কিন্তু আজও আমরা নিজেদের মধ্যে মারামারি করে মরছি কথায় কথায় রাজনৈতিক নেতা তথা তোলাবাজ ঘুষখোর দের কথায় একে অপরের সাথে মারামারি করছে, আর মশা মারার মতো মানুষ খুন করছে।  এতো অস্ত্র এলো কোথা থেকে ইতিহাসে আমরা পড়েছি ভারতের নবাব বাদশা সুলতানরা কিছু কর্মকার বা কারিগর কে দিয়ে অস্ত্র তৈরি  করাতো তারাই আজ বংশ পরম্পরায় অস্ত্র তৈরি করে দিচ্ছে । সেই অস্ত্র আজ দূস্কৃতি থেকে মাফিয়া প্রত্যেকের হাতে ঘুরে বেড়াচ্ছে ।  মদ আর ভাগারের মাংস খেয়ে মশা মারার মতো মানুষ খুন করছে। আর এখন পশ্চিমবঙ্গের আনাচে কানাচে মদের দোকান, এতো এতো দূস্কৃতি বা মাফিয়া তোলা বাজ বেড়েছে তা বলে বোঝানো যাবে না। এর সাথে আছে ঊর্দিধারি তোলা বাজ, রেলের ঊর্দিধারি তোলা বাজরা আরও সাংঘাতিক রেল যাত্রীদের নিরাপত্তা থেকে তোলা তুলতে বেশি পারদর্শী। দু তিন বছর চাকরি করার পর বাড়ি গাড়ি অবধারিত, এ রাজ্যে আরেক ধরনের তোলা বাজ আছে এখন দশ হাজার টাকা বেতন কিন্তু এক একজন বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মাসে তোলা তুলে ইনকাম করে। তবে এটাও ঠিক এই সব ঊর্দিধারি দের সবার হাতে অস্ত্র নেই। অবাক করার বিষয় তাই না, কিন্তু মাফিয়া দূস্কৃতি তোলা বাজ রাস্তায় দাঁড়িয়ে থাকা উন্নয়ন এদের প্রত্যেকের হাতে কিছু না কিছু অস্ত্র আছে, এরা বিভিন্ন সময়ে রাজনৈতিক দল বদলে নেয় জেল জরিমানার হাত থেকে রক্ষা পাবার জন্য। মানুষ খুন এদের কাছে জল ভাত, আর এদের উপর ভর করে অনেক নেতা মন্ত্রী নিজের আখের গোছায়। নিজের দলের লোক জন কে খুন, যা এখন বিভিন্ন পাড়ার মোড়ে মোড়ে ঘটে চলেছে। ছাত্র খুন, শিক্ষক হেনস্থা,   পঞ্চায়েত ভোট নিতে যাওয়া সেই শিক্ষক মশায় যিনি নৃশংস ভাবে খুন হয়ে ছিলেন। খুনের ঘটনা লিখলে এই পরিসরে শেষ হবে না। প্রতিটি প্রাণ মূল্যবান সেই অমূল্য প্রাণ কে যারা অকালে কেড়ে নেয় তারা আর যাই হোক মানুষ নয়। এখন গোটা রাজ্যে তথা দেশে এতো বেড়েছে যে, বলে কাজ নেই, এর কারণ পুলিশ  প্রশাসনের ঢিলেমি, আর বিচার ব্যবস্থার গাফিলতি ।বিচারের নামে প্রহশন তৈরি করা, তারিখের পর তারিখ দেওয়া আর জামিন ব্যবস্থা। আমি ইতিহাস পড়ে যেটুকু জেনেছি ব্রিটিশ আমলে তৎক্ষণাৎ বিচার হতো এবং শাস্তি হতো এখন হয় না। বিশ বছর মামলা চলার পর শাস্তি ঘোষণা করা হয়। প্রকৃত অপরাধী ধরে তাদের শাস্তির ব্যবস্থা করা হতো, তবে আজ কথায় কথায় মানুষ খুন অনেক টাই বন্ধ করা যেত। তবে পুলিশ তো নিধিরাম সর্দার, কীভাবে আইনের শাসন প্রতিষ্ঠা হবে?

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...