Anulekhon.blogspot.com
Monday, 3 February 2025
রাজ্যের পোষা কিছু সাংবাদিক রোজ ডি এ দিচ্ছে!
ছবিটি ডেইলি হান্ট নিউজ ওয়েব সাইট থেকে নেওয়া। বর্তমান পশ্চিমবঙ্গ সরকার ডি এ না দিলে কি হবে এই রকম সংবাদ মাধ্যম প্রতিদিন ডি এ দিয়ে যাচ্ছে। এরা এখন পর্যন্ত যা ডি এ দিয়েছে, নতুন বেতন ক্রমে কেন্দ্রীয় সরকার যত শতাংশ ডি এ দেয় তার দ্বিগুণের থেকে বেশি আজ আবার অতিরিক্ত পাওয়া সপ্তম বেতন কমিশন। গাছে কাঁঠাল গোঁফে তেল এসব প্রচার করে কী পায় এরা টাকা! না চুরির টাকার ভাগ ২৫%। এখন এসব প্রচার বেশি করে হবে কারণ আসছে বছর 2026 বিধানসভা নির্বাচন। এ সরকার কর্মচারী মারা সরকার এ কখনোই ডি এ দেবে না। সর্বপোরি এক একজন চরম মিথ্যাবাদী ক্ষমতায় আসার আগে লম্বা চওড়া কথা আর যেই এসেছে শুরু হয়েছে লুটপাট যেখানে লুটপাট করা যাবে না সেখানে টাকা নেই। যেমন সাইকেল দেওয়া যার বাবা চার চাকা বা স্কুটি মোটর সাইকেল কিনে দিতে পারে তাকেও একটা সাইকেল আর সাইকেল দেওয়ার টাকা কীভাবে লুট হচ্ছে অনেকেই জানে না। এছাড়া অনেক ভাতা প্রকল্প যার প্রয়োজন নেই সেও পায়। আর এই দুর্গ পুজোর অনুদান এখন পর্যন্ত এই অনুদান দিতে ২০০০ কোটি টাকা লেগেছে। কোথায় লুট নেই যত শ্রী আর ভাণ্ডার আছে সব গুলো চালু করা হয়েছে লুটে খাবার জন্য। কেউ যদি কিছু বলেছে তাহলেই একটাই কথা আমি আমার টাকা দিচ্ছি কারো বাপের টাকা নয়। এই টাকা কারো বাপের নয় মায়েরো নয় জনগণের ট্যাক্সের টাকা। আবার এক শ্রেণির কর্মচারী আছে যাদের ডি এ পে কমিশন লাগে না তারা কাটমানিতে পুষ্ট। আরেক শ্রেণির আছে যারা ভয়ে ভয়ে থাকে এবং এই দুই শ্রেণির কর্মচারী ভোটে জিততে এবং কাটমানি তোলা বাজিতে সাহায্য করে। বিশেষ করে পুলিশ আর পঞ্চায়েত এবং বি ডিওর বেশির ভাগ কর্মচারী এরা। আর বেতন কমিশন সে তো ললিপপ এমন বেতন বেতন কমিশন হয়েছে যে সিনিয়র কর্মী জুনিয়র কর্মীদের থেকে কম বেতন পায়। এর অবশ্য একটা কারণ আছে বেশিরভাগ জুনিয়র কর্মী ঘুষ দিয়ে, সাদা খাতা জমা দিয়ে পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছে। লাখ লাখ টাকা পাওয়া চাকরি সেই টাকা যাতে তাড়াতাড়ি ওঠে সে কারণেই এই রকম বেতন কমিশন। তবে একটা কথা ডি এ না দিয়ে ডি এ শ্রী চালু করলে বরং কাটমানি পাওয়া যাবে। সরকারি কর্মচারী দের অনুরোধ আপনারা ডি এ শ্রী দেবার দাবী করুন প্রথম হাজার তার পর সেটা দেড় হাজার হবে।
Subscribe to:
Post Comments (Atom)
পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দিকে।
ব্রিটিশ ভারতের একমাত্র রাজ্য যেখানে প্রথম পাশ্চাত্য শিক্ষার হাত ধরে আধুনিক শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা গড়ে উঠেছিল। এক সময় বাঙা...
-
সরস্বতী পুজোর পদ্ধতি, পরপর যা করতে হবে।১)আচমন ২)বিষ্ণু স্মরণ ৩)স্বত্ত্বি বাচন ৪) স্বত্ত্বি সূক্ত ৫) সাক্ষ্য মন্ত্র ৬) বরণ ৭) সংকল্প ৮) স...
-
আমি এর আগে একটি ব্লগে লিখেছি, দুর্গা যষ্টী পূজার মন্ত্র ।এখানে বলি আমি পণ্ডিত নই, বিভিন্ন ধরনের বই পড়ে, আর দু একজন ব্রাহ্মণের সাথে কাজ ...
-
ছবি টি কীসের বা কোন প্রাণীর নিশ্চয়ই বলে দিতে হবে না। মানুষের প্রথম পোষ মানা প্রথম প্রাণী, হয়তো অনেকেই পড়ে বলবেন এবার নতুন কী এতো আমরা স...

No comments:
Post a Comment