Anulekhon.blogspot.com

Saturday, 1 February 2025

১২ লক্ষ টাকা ট্যাক্স ছাড় কেউ কেউ বলছেন ১২ লক্ষ ৭৫ হাজার।

 

ছবিটি ডেইলি হান্ট নিউজ ওয়েব সাইট থেকে নেওয়া। সব সংবাদ মাধ্যম দেখাচ্ছে ১২ লাখ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স ছাড় আবার কেউ কেউ আবার ১২ লাখ ৭৫ হাজার। এই সব অন লাইন নিউজ পোর্টালের কাছে আমার প্রশ্ন একটু বুঝিয়ে বলেন তো কীভাবে ১২ লাখ পর্যন্ত ছাড় হয়। এই নিউজ পোর্টাল হেড লাইন করেছে ১২ লাখ পর্যন্ত ছাড় অথচ ট্যাক্স স্ল্যাবে দিচ্ছে তখন আরেক রকম এরকম বিভ্রান্তি কেন। এদের দেওয়া ট্যাক্স স্ল্যাব দিলাম। 


এই হিসাবে কীভাবে ১২ লাখ পর্যন্ত ছাড় ট্যাক্স ছাড় হয় একটু বুঝিয়ে দিলে ভালো হতো! কারণ যিনি বছরে বারো লাখ টাকা আয় করবেন আপনার দেওয়া নতুন স্ল্যাবে ট্যাক্স পড়বে প্রথম ৪ লাখ টাকা ছাড়। অর্থাৎ ১২ লাখ থেকে ৪ লাখ বাদ দিলে থাকল ৮ লাখ ।এবার ৪ লাখ টাকা বাদ দিয়ে পরবর্তী ৮লাখ টাকার ৫% ট্যাক্স অর্থাৎ ৮লাখ x ৫% = ৪০০০০ টাকা কীভাবে ১২ লাখ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স ছাড় হলো একটু বুঝিয়ে বলুন। আপনার দেওয়া স্ল্যাবে যার ১২ লাখ টাকা আয় তাকে ট্যাক্স দিতে হবে ৪০ হাজার টাকা। ভালো করে বুঝে সংবাদ করেন না কেবল বিজেপি বা মোদীর পা চাটতে গিয়ে এরকম ভুল ভাল খবর করেন। 


No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...