PK আর EVM যতদিন ভারত থেকে না যাবে ততদিন ভারতে আর গনতন্ত্র ফিরবে না। কারণ আজ 4/6/24 লোকসভার রেজাল্ট সেটাই বলছে। চোর ডাকাতের জয় জয়কার । এটা একমাত্র EVM কারচুপি করে সম্ভব আমার মনে হয়, ভোট হয়ে যাবার পর বিধানসভা অনুযায়ী যে অতিরিক্ত EVM আসে সেগুলোতে আগে থেকেই রেডি করা আছে, যেই 17C জমা পড়ল সাথে সাথে ঐ 17 C মিলিয়ে ভোট দান শুরু হয় না হলে এরকম রেজাল্ট হওয়া সম্ভব নয়। PK কে ধরলেই আসল সত্য বেড়িয়ে আসবে।
Anulekhon.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।
উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...

-
সরস্বতী পুজোর পদ্ধতি, পরপর যা করতে হবে।১)আচমন ২)বিষ্ণু স্মরণ ৩)স্বত্ত্বি বাচন ৪) স্বত্ত্বি সূক্ত ৫) সাক্ষ্য মন্ত্র ৬) বরণ ৭) সংকল্প ৮) স...
-
আমি এর আগে একটি ব্লগে লিখেছি, দুর্গা যষ্টী পূজার মন্ত্র ।এখানে বলি আমি পণ্ডিত নই, বিভিন্ন ধরনের বই পড়ে, আর দু একজন ব্রাহ্মণের সাথে কাজ ...
-
ছবি টি কীসের বা কোন প্রাণীর নিশ্চয়ই বলে দিতে হবে না। মানুষের প্রথম পোষ মানা প্রথম প্রাণী, হয়তো অনেকেই পড়ে বলবেন এবার নতুন কী এতো আমরা স...
No comments:
Post a Comment