Anulekhon.blogspot.com

Wednesday, 20 March 2024

আইন আদালত বরাবর টাকায় বিক্রি হয়ে এসেছে।


ছবি টি টিভি নাইন বাংলা থেকে নেওয়া হয়েছে। আজকের এ লেখাটির কারণ কোন নেতা কে ছোট করা নয়। তিনি ভালো কি মন্দ তিনি কি করেছেন এসব আলোচ্য বিষয় নয়। তবে একটা কথা এখানে বলি উনি ভীষণ সৎ কিন্তু বারবার ED বা CBI ডাকে উনি সৎ মানুষ তো এই কারণে যেতে চান না। আর বারবার হাইকোর্ট এবং সুপ্রীম কোর্টে দৌড়ে বেড়ান, আর কোর্ট কি সব কবচ মবচ দিয়ে দেয়, সত্যি সুপ্রীম কোর্টের জবাব নেই। কিন্তু এই রকম বিচার যদি সুপ্রীম কোর্টে সব মামলা পেত তাহলে কথা উঠত না। বর্তমানে ভারতের সুপ্রীম কোর্টে 58, 519 টি মামলা বিচারাধীন রয়েছে, সেগুলো তারিখ পর তারিখ পেয়ে যাচ্ছে অথচ এই ব্যক্তি যখন খুশি সুপ্রীম কোর্টে আবেদন করছেন বিচারের জন্য সাথে সাথে রায়, এগুলো কি ধরনের রায় এখানে বোঝা যাচ্ছে টাকা কথা বলছে, অর্থাৎ টাকার জোরে রায় নিয়ে আসা হয়েছে একটা দূর্নীতি গ্রস্থ ব্যক্তি টাকার জোরে ছাড় পেয়ে যাচ্ছে। এনাকে একটি তদন্ত কারি সংস্থা ডাকছে তদন্তে সাহায্য করতে বা অন্য কোনো কারণে কিন্তু উনি এত ভালো মানুষ এবং সৎ এবং ভালো নাগরিক তদন্তে সাহায্য না করে সোজা চলে যাচ্ছেন কোর্টে কোর্ট সাথে সাথে রায় দিচ্ছে, অথচ সাধারণ মানুষ এমন কি পশ্চিমবঙ্গ সরকার বনাম সরকারি কর্মীদের ডি এ মামলা সহ 58,519 টি মামলার আর বিচার বা রায় দান দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে। দারুণ এই না হলে সুপ্রীম কোর্ট, বিচারপতি দের চরণে শত কোটি প্রণাম। কারণ একজন মানুষ এবং তিনি সৎ, জন প্রতিনিধি অথচ তিনি তদন্ত এড়িয়ে যেতে বারবার কোর্টে যাচ্ছেন, যাতে তদন্তে না যেতে হয় তার ব্যবস্থা করছেন। এর আবার পোশাকি নাম আছে 'রক্ষা কবচ।' সত্যিই আমরা কোন দেশে বাস করি এটা ভারত বর্ষ তো! 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...