Anulekhon.blogspot.com

Sunday, 18 February 2024

পশ্চিমবঙ্গে CAA শুরু হয়ে গেল।

 

পশ্চিমবঙ্গের বাঙালি যদি বাঁচাতে চান তাহলে এখুনি বিজেপি আর দিদি তথা তৃণমূল কে তাড়ান কারণ পশ্চিমবঙ্গ কে পূর্ব বিহার করা হবে এটা আর এস এস এবং বিজেপির পরিকল্পনা অনেক দিনের। কারণ বাঙালি দেশ ভাগ করে বাংলাদেশ পেয়েছে। কোন কোন বাঙালি কে এখানে থাকতে দেওয়া হবে না তাদের স্থান হবে ডিটেনশন ক্যাম্পে অর্থাৎ আধুনিক জেলখানায়। আমাদের বিশ্বের সেরা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী গোপনে NRC করে তুলে দিয়েছে কেন্দ্রের হাতে। কারণ ED, CBI থেকে বাঁচতে উনি এসব করে এসেছেন গোপনে। দুয়ারে সরকারের নামে সব জায়গায় আধার কার্ডের ব্যবহার করা হয়েছে, এবং সেখান থেকে তথ্য সংগ্রহ করে এই কাজ করা হয়েছে আসামেও বলা হয়েছিল নাগরিক কার্ড দেওয়া হবে কিন্তু আজ পর্যন্ত দেওয়া হয় নি। প্রায় ঊনিশ লক্ষ বাঙালি আজ আসামের ডিটেনশন ক্যাম্পে আছে এর মধ্যে 14 লক্ষ হিন্দু ধর্মের মানুষ এসব জেনে শুনে বাঙালি জাতি বিষ পান করেছে দিদির মিথ্যা কথায় ভুলে সর্বত্র নিজের তথ্য দিয়ে গেছে। সব বন্ধ করে দেবে আপনার বেঁচে থাকা না থাকার সমান হবে এই নির্বাচন পর্যন্ত নেতা মন্ত্রীরা প্রতিশ্রুতি দেবে কারণ ভোট চাই যখন ভোট মিটে যাবে ব্যস আর চেনে না। আপনি যখন চিঠি পাচ্ছেন যে আপনি অবৈধ নাগরিক তাহলে আপনার অবৈধ ভোটে নির্বাচিত মন্ত্রীও অবৈধ তাই বলছি বিজেপি আর দিদির মিথ্যা কথায় ভুলবেন না। বাম কংগ্রেস কে ফিরিয়ে আনুন না হলে এসবের হাত থেকে মুক্তি নেই। এবার আবার ভোটার তালিকা সংশোধনের নামে বাংলা তথা পশ্চিমবঙ্গের বাঙালি কে বাদ দিয়ে বিহার উত্তর প্রদেশ গুজরাতি দের এখানের ভোটার তালিকায় রাখতে চাইছে নির্বাচন কমিশন। কীভেবে আগামী বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা বাড়ি বাড়ি গিয়ে নথি যাচাই শুরু হবে। যেটা বিহারে শুরু করে দিয়েছে। ১৯৮৭ পর জণ্ম ভোটার তালিকায় নাম তুলেছেন তাদের একটা ঘোষণা পত্র জমা দিতে হবে তারা কোথায় জণ্ম গ্রহণ করেছেন এবং তাদের বাবা মায়ের জণ্ম স্থান কোথায়? সন্দেহ জনক হলেই বাবা মায়ের জণ্ম স্থানের প্রমাণ দিতে হবে, অর্থাৎ যারা ২০০৩ সালের পর ভোটার হয়েছেন তাদের এই কাজ করতে হবে না হলে তালিকা থেকে বাদ পড়বে নাম। অর্থাৎ ঘুর পথে NRC শুরু করা হবে এই রাজ্যে।

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দিকে।

  ব্রিটিশ ভারতের একমাত্র রাজ্য যেখানে প্রথম পাশ্চাত্য শিক্ষার হাত ধরে আধুনিক শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা গড়ে উঠেছিল। এক সময় বাঙা...