Anulekhon.blogspot.com

Monday, 22 January 2024

হুম আমি ভাইপো।

 সত্যিই আমরা কোন রাজ্যে বাস করছি, চোর করে ঠিক করে দিচ্ছে কে তার বিচার করবে। কোন বিচার পতি এসব বিচার করতে পারবে এই না হলে বাংলা। সত্যিই এগিয়ে বাংলা, কলা চোর, ছিঁচকে বাসন চোর, পকেট মার, কেপ মারের দল এবার থেকে বলতেই পারে আমি আদালত যাব না। কেন আমার বিচার করা হবে, আমি সামান্য কটা টাকা চুরি করেছি বলে আমি অপরাধী, আর বড় বড় চোর দের জন্য আইন আলাদা। হুঁ হুঁ এই জন্যই নকল পুলিশ অফিসার আছে তারা ধরবে, নকল আইনজীবী আছে, নকল বিচারপতি করে দিলেই হবে কারণ রাজ্য পুলিশের মাথায় এখন বড়ো চোরের দালাল বসে আছে। বাঙালি জাতি টা শেষ হয়ে গেল না হলে এগুলো দেখে চুপ করে থাকে। যে বাঙালি জাতি এক দিন শিক্ষা দীক্ষায় দেশের সেরা ছিল, যে জাতি প্রবল পরাক্রমশালী ইংরেজের বিরুদ্ধে লড়াই করে তাদের তাড়িয়ে স্বাধীনতা এনেছেন সেই বাঙালি জাতি কোথায়? বাঙালি জাতি কে ধ্বংস করার খেলায় মেতেছে প্রশাসন এবং তার আমলারা। আর এখানেই সফল বিজেপি তথা বিজেপির গুজরাতি নেতারা। আগে পারেনি কারণ রাজ্যে বাম সরকার ছিল। এখন সফল বাঙালির শিক্ষা ব্যবস্থা আজ ধ্বংস, উচ্চ মাধ্যমিকের পর প্রতিটি ছাত্র ছাত্রী কে মোবাইল বা স্মার্ট ফোন ধরিয়ে দেওয়া হয়েছে উচ্ছন্নে পাঠাবার জন্য। সিলেবাস যাচ্ছেতাই, কলেজ গুলো মাতাল দের আড্ডা আমার বাড়ির পাশের কলেজ 24 x7 খোলা পঠনপাঠন বন্ধ সেই 2015 সাল থেকে কেবল ছাত্র ছাত্রীরা ভর্তি হয় কিন্তু ক্লাস হয় না। ছ অন্তর পরীক্ষা হয় এখন সেই ছ মাসের পরীক্ষা এক বছর পর হয় অর্থাৎ তিন বছরে বি এ, বি কম এখন ছ বছর লাগে তবে প্রতি সেমিস্টারে টাকাটা অন লাইন নেওয়া হয় কার এ্যাকাউন্টে ঢোকে কে জানে। কারণ সব থেকে ছোট ছাত্রের বয়স হল 45 বছর। দারুণ চলছে কি দারুন এই সে দিন ঘটা করে এ্যান্টি সোশ্যাল হয়ে গেছে। ব্যাস ঐ পর্যন্ত কোন দিন ক্লাস করতে দেখিনি ছাত্র ছাত্রীরা পরীক্ষায় দেখে দেখে লেখে দারুণ না। এরকম না হলে কেউ চোর কে সমর্থন করে, শিক্ষা নেই চাকরি নেই, চাকরি কিনতে হয়। মরা মানুষ চাকরি পায় জীবিত চাকরি প্রার্থীরা চাকরির পরীক্ষায় পাস করে রাস্তায় বসে থাকে। দারুণ রাজ্য বাঙালি জাতি আজ শেষ হয়ে গেল। মান মর্যাদা যা ছিল সব গেল। ছিঃ ছিঃ আমি বাঙালি এটা বলতে লজ্জা লাগে।

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দিকে।

  ব্রিটিশ ভারতের একমাত্র রাজ্য যেখানে প্রথম পাশ্চাত্য শিক্ষার হাত ধরে আধুনিক শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা গড়ে উঠেছিল। এক সময় বাঙা...