Anulekhon.blogspot.com

Tuesday, 26 December 2023

আরে ভাই দেবদূত নয় কর্পোরেটের দূত।


 Screen shot নেওয়া ছবি, মোটা ভাইয়ের আনন্দ আর ধরে না, ছেলের ঋণ মুকুব হচ্ছে, ঋণ শোধ না করে পালানো সকলের ৬৮ হাজার কোটি টাকা ঋণ মুকুব করে দেওয়া হয়েছে। কর্পোরেট বন্ধু আদানি আম্বানির বাবা থুরি ফেকু বাবার ঋণ মুকুব করে দেওয়া হয়েছে। দেশের প্রতিটি জিনিস কর্পোরেটের কাছে জলের দরে বিক্রি করে দিচ্ছে। বিক্রি করতে দারুণ কায়দা ব্যাঙ্ক থেকে ঋণ দেওয়া হচ্ছে সেই টাকায় কর্পোরেট সরকারি সংস্থা কিনে নিচ্ছে, কিছু দিন পর ঋণ মুকুব করে দেওয়া হবে। এই না হলে দেবদূত, দেশের সাধারণ মানুষের অবস্থা সে বলার মত নয়, সামান্য আয় অর্থাৎ আড়াই লক্ষ টাকা বছরে ইনকাম পর্যন্ত ছাড় তার পর উচ্চ হারে ইনকাম ট্যাক্স দিতে হবে না দিলে ফাইন সেটা কম নয়। কিন্তু এই কর্পোরেট সংস্থার ট্যাক্স ছাড় আছে, ঋণ মুকুব আছে, একে দেবদূত বলবে না তো কাকে বলবে। যে কোন অজুহাতে ব্যাঙ্ক এ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে। জিনিস পত্র দাম আকাশ ছোঁয়া মধ্যবিত্ত এবং গরীব মানুষ গুলোর বেঁচে থাকা দায় হয়ে উঠেছে। দেবদূত ছাড়া এটা সম্ভব, দেশ রাজ্যে চোর ডাকাতের দল শাসন ক্ষমতা দখল করে আছে, নামেই তদন্ত চলছে চোর বহাল তবিয়তে গলা বাজি করে যাচ্ছে। দেবদূত সাধারণ মানুষ কে ধর্ম দিয়ে বোকা বানিয়ে রেখেছে এই না হলে দেবদূত। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...