Anulekhon.blogspot.com

Saturday, 4 December 2021

রাজ্য তথা দেশ বিক্রি করে দিচ্ছে জলের দরে, সাইকেল বিক্রি করবে এতে দোষের কি আছে।


 গোটা দেশ টাকে পৈতৃক সম্পত্তি ভেবে বিক্রি করে দিচ্ছে এক দল কালা ইংরেজ। আজ তারা আমাদের রাজ্যে এসে দেখা করে যাচ্ছে কারণ বাঙালি কে তথা বাংলা কে কিনতেই হবে, না হলে বাঙালি কে জব্দ করা যাবে না। যে দুজন জলের দরে দেশ কিনছে ব্যাঙ্ থেকে ঋণ নিয়ে কিছু দিন পরে সেই ঋণ মুকুব করে দেওয়া হচ্ছে। কী সুন্দর ব্যবস্থা তাই না, তাদের একজন আজ এসে ছিলেন নবান্ন কিনতে, কারণ একটা আছে এই দুই ব্যবসায়ী ( আদানি ও আম্বানি) এরা 2014 সালে নরেন্দ্র মোদী ও তার সাঙ্গ পাঙ্গ কে প্রমোট করে ছিলেন এবং এদের অর্থের জোরে ক্ষমতা দখল। 2019 এ সেই একই অবস্থা এরাই প্রমোট করে আবার ক্ষমতায় নিয়ে এসেছে, এবার আর এস এস এর দুর্গার প্রধান মন্ত্রী হবার সখ হয়েছে। আর প্রধানমন্ত্রী হতে হলে প্রমোটার দরকার সে কারণেই এই স্বনাম ধন্য ব্যবসায়ী বাংলার প্রশাসনের সঙ্গে দেখা করতে এসেছেন। জানা নেই কিসে বিনিয়োগ করতে এসেছেন তিন হাজার কিলো ড্রাগ ছিল সেই ড্রাগের বিনিয়োগ নয় তো! যাহোক এত দিন  দিদি 28 টাকা বোতল মহুয়ার মদ খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন এখন কম টাকায় ড্রাগ মিলবে পশ্চিমবঙ্গ। সামনের ভোটে আরো ভালো ফল পাওয়া যাবে। এ তো গেলো এদের নিয়ে লেখা, এবার এই সাইকেল নিয়ে দু চার টি কথা, দিদির আগেই বাম সরকার, দূর থেকে আসা ছাত্র ছাত্রীদের সাইকেল দিত। 

দিদি এসে একটা গালভরা নাম দিয়ে সাইকেল বিলি আরম্ভ করে দিলেন। দিদির দেওয়া সাইকেল প্রথম প্রথম এক মাস অন্তর সারাতে হবে তার পর আস্তে আস্তে গোটা সাইকেল টির সব অংশ পাল্টা। তে হবে না হলে চলবে না। এহেন মূল্যবান সাইকেল টি রেখে কেবল খরচ খরচ বাড়ানো ছাড়া আর কিছুই না। প্রতিদিন সারাতে সারাতে যে খরচ সেই টাকায় একটা ভালো সাইকেল হয়ে যাবে। অতিরিক্ত খরচ না বাড়িয়ে বিক্রি করে দিচ্ছে। এতে আশ্চর্য হবার কিছু নেই। 


No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...