Anulekhon.blogspot.com

Wednesday, 24 November 2021

ত্রিপুরা আর বাংলার মধ্যে তফাৎ আছে কি?

 

ছবিটি screenshot নেওয়া হয়েছে। মিডিয়ার কাছে প্রশ্ন ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের পুলিশের মধ্যে তফাৎ আছে কি? আমার কাছে তফাৎ নেই কিন্তু মিডিয়ার কাছে আছে, ত্রিপুরা তে যারা গিয়ে ছিল তারা পশ্চিমবঙ্গরে মানুষ কেবল ভোটের রাজনীতি এবং লুটে খাওয়ার ধান্দা করতে গিয়ে ছিল। সেখানে এক নটী কে পুলিশ গ্রেফতার করেছিল সেই নিয়ে অশান্তি। মিডিয়ায় প্রচার দেখে মনে হচ্ছিল যেন কত বড় স্বাধীনতা সংগ্রামী দেশের মানুষের উপকার করতে গিয়ে ছিল। কত গুলো চোর চিটিংবাজ একটা রাজ্যে কে প্রায় ধ্বংস করে আরেকটা রাজ্যে গেছে যাতে সেখানে চোরে চোরে মাসতুত ভাই বা বোন হতে পারে। এখন তো নট নটীর দল চোরের দলের সম্পদ কারণ একটাই টাকা অভিনয় করে ক'টাকা পাবে একবার যদি এম পি এম এল এ হতে পারে সারা জীবন বসে বসে পেনশন হোক না চোরের দল হোক না বেকার যুবক যুবতীর সর্বনাশ সারাটা জীবন তারা কাজ না পেয়ে বা একটা পাঁচ হাজার টাকা বেতনে চাকরি করে সারাদিন গাধার মত খেটে আধ পেটা খেয়ে বেঁচে থাক তাতে ঐ নট নটী দের কী? আর এই রকম নট নটী দের এখন একটা লক্ষ্য নেতা হওয়ার। তারা গিয়ে ছিল ত্রিপুরা তে আন্দোলন করতে, সেখানের পুলিশ ব্যবস্থা নিয়েছে, সেই নিয়ে দিদি দাদার সাথে দেখা করতে চলে গেছেন দিল্লি অবশ্যই দিল্লি যাওয়ার আরেকটা কারণ আছে SSC দূর্নীতি নিয়ে কোর্টের রায়। আজ আবার ডিভিশন বেঞ্চ বাঁচিয়ে দিয়েছে যাহোক ওসব কথা যাক আজ নিয়োগের দাবিতে ছাত্র যুব দের আন্দোলনে পুলিশের আক্রমণ এরা তো অন্য রাজ্যের ছেলে মেয়ে নয় এরা এই রাজ্যের বেকার যুবক যুবতী এরা সুস্থ সুন্দর ভাবে এবং দূর্নীতি মুক্ত নিয়োগ করার দাবিতে আন্দোলন করছিল। এদের উপর যে ভাবে পুলিশের আক্রমণ করল সেটা একটা স্বাধীন দেশে সম্ভব! আর মিডিয়া এই খবর এক ঝলক দেখিয়ে থেমে গেছে কারণ বিজ্ঞাপন পাবে না। আর ত্রিপুরার ঐ নটীর ঘটনা সারাদিন ধরে প্রচার করে গেছে।বি জে পি তৃণমূল কোন শাসকের মধ্যে তফাৎ নেই, দুটোই সমান কেবল লুটে খাওয়ার জন্য ক্ষমতা দখল সে যেভাবে হোক ক্ষমতা চাই। দূর্নীতির সমর্থক পুলিশ কে ধিক্কার জানাই, ছিঃ ছিঃ। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দিকে।

  ব্রিটিশ ভারতের একমাত্র রাজ্য যেখানে প্রথম পাশ্চাত্য শিক্ষার হাত ধরে আধুনিক শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা গড়ে উঠেছিল। এক সময় বাঙা...