সন্মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানি না আপনার কাছে এ লেখা পৌঁছবে কিনা?আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা, আপনি পশ্চিমবঙ্গরে সকল নাগরিকের মুখ্যমন্ত্রী না কেবল তৃণমূলের দাদাদের এবং লুটে খাওয়া দের মুখ্যমন্ত্রী । আজ এটা বলতে বাধ্য হচ্ছি কারণ গত 2020 সালে তৃতীয় বার নতুন রেশন কার্ড পাওয়ার জন্য আবেদন জমা দেওয়ার পর আজ প্রায় এক বছর হতে চলল কোন খবর নেই, যত বার যাই সেই এক কথা এখনও আসেনি এখন তো আবার শুনছি ঐ ওয়েব সাইট বন্ধ করে দিয়েছেন। জানা নেই আদৌ পাওয়া যাবে কি না? আমি জানি বিরোধী দলের লোক হলে তাদের সব দিক থেকে বঞ্চিত করা হচ্ছে। অর্থাৎ হাতে না হলেও যে কোন ভাবে তাদের জব্দ করে যাও।
আপনার ভাই ভাইপো দের ভেতরে ভেতরে দারুণ শিখিয়ে পড়িয়ে নিয়েছেন। তার উপর আছে এই সব খবর যদিও আমার পরিবারের কারো কার্ড নেই। আমি আমার পরিবারের চাই না কিন্তু আমার এক ভাই দিন মজুর তার কার্ড সেটাও নেই। অথচ কত বড়ো বড়ো সরকারি কর্মী এবং শিক্ষকের বি পি এল কার্ড আছে কেবল আপনার দলের সমর্থক বলে। আপনি না ক্ষমতায় আসার আগে এটাই বলেছিলেন সঠিক ভাবে দশ কোটি মানুষ কে রেশন কার্ড বা রেশন দেবেন। কি হোলো আপনার প্রতিশ্রুতি। তিন বার আবেদন করার পরেও রেশন কার্ড হয় না। আমরা কি ঐ দশ কোটির বাইরের লোক! তাহলে আপনার সাথে আর মোদির সাথে তফাৎ কি? দাদাও উঠে পরে লেগেছে কিভাবে রেশন তুলে দেওয়া যায়।
জানি না আপনি এসব দেখেন কিনা, আমি এটুকু জানি সরকার এই সব সোশ্যাল মিডিয়ায় নজর রাখে এবং পড়ে দেখুন এই মানুষ গুলো কেও মানুষ বলে মনে করুন। কেবল ঘুষ দিতে পারলে মানুষ না হলে সে মানুষ নয় ।এটা কেমন নীতি। যাহোক এখানে শেষ বারের আবেদন করার রিসিভ দিলাম।
যদি আপনি বা আপনার ভাই ভাইপো ভাইঝি দের দয়া হয় তবে কার্ড গুলো করে দেন। কিছু না অন্তত যেন বলতে পারি একটি কার্ড এই সরকার দিয়েছে।
No comments:
Post a Comment