Anulekhon.blogspot.com

Sunday, 25 July 2021

যাক তবু পুলিশ ভালো কাজ করল।


 মালদহ জেলার পাখূরিয়া থানার পুলিশ কে অশেষ ধন্যবাদ। বর্তমান দিনে মানুষের গুরুত্বপূর্ণ জিনিস মোবাইল ল্যাপটপ, হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া কি মারাত্মক ক্ষতি সেটা বুঝেছেন এবং সাধারণ মানুষের অশেষ উপকার করেছেন। এরকম যদি গোটা রাজ্যের সব জেলার সব থানার পুলিশ হতো তাহলে সাধারণ মানুষের অনেক উপকার হতো। কারণ মোবাইল হারিয়ে থানায় ডাইরি করতে যাওয়া যে কী ভোগান্তি সে ভুক্তভোগী ছাড়া আর কেউ জানে না। হারানো মোবাইল ফিরে তো আসবে না, জেনেই ডাইরি করতে হয় কারণ ভেতরে থাকা সিম কার্ডের জন্য। আমার এ বিষয়ে অভিজ্ঞতা আছে, প্রায় এক বছর গত ২৫ /১১/2020 আমার একটি ফোন হারিয়ে যায়। হরিপাল থানায় ডাইরি করা হয় ঐদিনেই। আজ পর্যন্ত স্ট্রেস লেস। অবশ্য থানায় গিয়ে খোঁজ নেওয়া হয় নি। কেন তার কারণ থানার পুলিশের খুব ভালো ব্যবহার করার জন্য আর কি? আর তার উপর লকডাউন পুলিশের অনেক কাজ বেড়ে গিয়েছে এই সব ছোট ছোট বিষয়ে মাথা ঘামানোর সময় কোথায়? অন লাইন খবরের কাগজ থেকে নেওয়া খবরের ছবি দিলাম। 
আবারও ঐ থানার পুলিশ কে ধন্যবাদ জানিয়ে শেষ করি। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ।

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...