Anulekhon.blogspot.com

Tuesday, 13 July 2021

এত চাকরি দিচ্ছে তবুও এতো বেকার কেন?


 রাজ্যে ( পশ্চিমবঙ্গ) আবার গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞাপন ।খবরটা প্রথম কলকাতা নামে একটি অন লাইন সংবাদ পত্র থেকে জানাগেছে ।



গত 2017 সালে পঞ্চায়েত ভোটের আগে এই গ্রুপ ডি নিয়োগের পরীক্ষা নেওয়া হয়েছিল। প্যানেল করা আছে, আজ পর্যন্ত এক জন নিয়োগ পান নি। গত কয়েক বছর ধরে এস এস সি র উচ্চ প্রাথমিক ও প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে নানা জটিলতা তৈরি করা হয়েছে যাতে নিয়োগ করতে না হয়। তার উপর আবার গ্রুপ ডি তাহলে আগের প্যানেল গেল কোথায়? 



আসলে এই সরকারের ইচ্ছা নেই চাকরি দেওয়ার, ভিক্ষা দিতে পারে খুব। আর এই সব বেকার যুবক যুবতীর অধিকাংশ দিদির জয় বলে গত বিধানসভা নির্বাচনে খেলা হবে গান গাইতে গাইতে ভোট দিয়ে এসেছে, কেবল এরা এই রকম যুবক যুবতীর অভিভাবক দের কি আনন্দ কি নাচ কল্পনা করা যাবে না। আর এখন চাকরির জন্য কান্না আর হা হুতাশ করে চলেছে। বামেদের কথা গুলো বিশ্বাস করতে কষ্ট হয়েছে, চোর ডাকাত তোলা বাজ মিথ্যাবাদী কে ভোট দিয়ে এখন চাকরি চাকরি করলে হবে। বরং দেখ পাঁচ শ টাকা করে যদি হাত খরচ দেয় সেই আন্দোলনে নাম। বাংলার গর্ব, চোর ডাকাত বাটপার, তোলাবাজ কাটমানি খোর তোমাদের গর্ব, এই গর্ব নিয়ে দেখ ট্রেন চলাচল শুরু হলে একটূ ভিন রাজ্যে পারি দাও। যদি কিছু মেলে তো মিলে যাবে। 


No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...