Anulekhon.blogspot.com
Monday, 7 June 2021
ভোট বড়ো বালাই, মানুষের জীবন নিয়েও খেলা।
সামনেই উত্তর প্রদেশের নির্বাচন তার পরেই ২০২৪ শে লোক সভা ভোট আবার শুরু করেছে জুমলা বাজি, দিদি যেমন বলে ছিল ৫ ই জুন থেকে সকলে বিনামূল্যে ভ্যাকসিন, জুন মাস পর্যন্ত কার্ড থাক আর না প্রত্যেকেই রেশন পাবে দুয়ারে রেশন। চাকরির বিজ্ঞাপন দেখে মনে হয়েছিল প্রতি টি ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে চাকরি দিয়ে দেওয়া হবে। এবার দাদাও শুরু করে দিয়েছে, আগামী ২১ শে জুন থেকে ১৮ বছরের উর্ধ্বে সকল কে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়া হবে।আসলে এটা বলল না বামপন্থী ছাত্র পরিষদের মামলা এবং আন্দোলনের জন্য এই ঘোষণা। ৮০ কোটি মানুষ কে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছিলো সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে। আমার জানা নেই, দাদা যে ৮০ কোটি মানুষের বিনামূল্যে রেশন দিচ্ছেন সেটা কি বাংলা কে বাদ দিয়ে? আসলে মানুষ কে বোকা বানান খুব সহজ যেমন রেশন দিচ্ছেন, দাদা আরেক কাঠি সরেস কেন জানেন, ঐ যে মি ডে মিল দেওয়া হচ্ছে ওটাই ওনার ৮০ কোটি মানুষের রেশনের মধ্যে ওটাও আছে, কি সুন্দর তাই না, আর রেশন কার্ড থাকলে সামান্য কিছু পাচ্ছেন। আই সি ডি এসের বাচ্চা দের দেওয়া হচ্ছে সব কিছু মিলিয়ে আশি কোটি। আর দিদি সে তো সকল কে বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে আপনি লাইন দেবেন যদি আপনার এলাকার তৃণমূল নেতার সুপারিশ থাকে তাহলে আপনি ভ্যাকসিন পাবেন না হলে এখন নয় পরে আসবেন এখন আপনাদের দেওয়া হচ্ছে না। কারণ সুপারিশ না হলে জেনে গেছেন আপনি ওনার দলের ভোটার নন, ভ্যাকসিন আপনার জন্যে বরাদ্দ নয়। আপনার ভ্যাকসিন না হলেও চলবে কিন্তু শাসক দলের সকলের দরকার। ভোট বড়ো বালাই দাদা ভোট এলে বড় বড় ঘোষণা ভোট মিটে গেল ব্যস আর পায় কে পাঁচ বছর এখন লুটে পুটে খাও। আর মাঝে মাঝে জন সাধারণ নামক কুকুর গুলো কে ছুঁড়ে দাও ভোট এলে বেশি দাও মদ মাংস খাওয়াও পাঁচ শ বা হাজার টাকা দাও ঠিক ভোটের বৈতরীনি পার হয়ে গেছে। যতই চুরি করি, জেল খাটি, খুন করলেও ভোটে নির্বাচিত হবই। আছে গর্ধভ জনগণ, আছে ঘুষ খাওয়া অফিস আছে কমিশন আর আছে মদ মাংস খাওয়ার দল। ভোট দেবতা তোমাকে ধন্যবাদ, তোমার চরণে শত কোটি প্রণাম।
Subscribe to:
Post Comments (Atom)
পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দিকে।
ব্রিটিশ ভারতের একমাত্র রাজ্য যেখানে প্রথম পাশ্চাত্য শিক্ষার হাত ধরে আধুনিক শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা গড়ে উঠেছিল। এক সময় বাঙা...
-
সরস্বতী পুজোর পদ্ধতি, পরপর যা করতে হবে।১)আচমন ২)বিষ্ণু স্মরণ ৩)স্বত্ত্বি বাচন ৪) স্বত্ত্বি সূক্ত ৫) সাক্ষ্য মন্ত্র ৬) বরণ ৭) সংকল্প ৮) স...
-
আমি এর আগে একটি ব্লগে লিখেছি, দুর্গা যষ্টী পূজার মন্ত্র ।এখানে বলি আমি পণ্ডিত নই, বিভিন্ন ধরনের বই পড়ে, আর দু একজন ব্রাহ্মণের সাথে কাজ ...
-
ছবি টি কীসের বা কোন প্রাণীর নিশ্চয়ই বলে দিতে হবে না। মানুষের প্রথম পোষ মানা প্রথম প্রাণী, হয়তো অনেকেই পড়ে বলবেন এবার নতুন কী এতো আমরা স...

No comments:
Post a Comment