Anulekhon.blogspot.com

Tuesday, 29 June 2021

করোনা ভাইরাস হলে কি হবে তার বুদ্ধি আছে।



 করোনা ভাইরাস টা মোটেও খুব খারাপ নয়, বুঝে শুনে আসে। সে যেমন স্কুল তথা শিক্ষা প্রতিষ্ঠান খুললেই বাচ্চা দের ধরবে। আবার ট্রেন চলাচল করলে বিশেষ করে গরীব মানুষ ট্রেন চাপলেই ধরবে। এটাও ঠিক জাল ভ্যাকসিন মানে পাউডার গোলা জলই হোক আর অন্য কিছু শাসক দলের লোক ইঞ্জেক্ট করে থাকে তাহলে সে ধরবে না। করোনা কেও অনুপ্রেরণায় অনুপ্রাণিত করা গেছে এটাই গুরু বল। কেবল যদি গরীব মানুষের আয় উপায়ের জন্য অনুপ্রাণিত করা যেত এবং একটু জিনিস পত্র দাম কমানোর জন্য অনুপ্রাণিত করা যেত তাহলে খুব ভালো হত। এখন যা পরিস্থিতি না খেয়ে মরার থেকে করোনায় মরা ভালো এই অবস্থা দিন আনা দিন খাওয়া মানুষ গুলোর কিছু করার নেই করোনা অনুপ্রাণিত করতে পারল না। না হলে ট্রেন চলাচল শুরু করা যেত কি আর করা যাবে না খেয়ে মর, না হলে জালি ভ্যাকসিন নিয়ে মরো না শাসক দলের দাদাদের তেল মাখিয়ে যদি কিছু যোগার করতে পার দেখ সে জাল হোক আর হোক, চুরি করা হোক বা বাটপারি ৭৫% এর হোক বা ২৫% একটা কিছু হলেই চলবে। এই করোনার কিন্তু রোস বোধ আছে বলেছে উপনির্বাচন হোক আমি আটকাব না। আমি সেই পূজো বাদ দিয়ে যাব, তার আগে তৃতীয় ঢেউ দেব না, দ্বিতীয় থেকে ক্রমে কমে যাব। অনুপ্রেরণার পূজো ভালো হবে। যাতে এবার পুজোর সরকারি চাঁদাটা ৫০ হাজারের বদলে ১ লক্ষ টাকা হতে পারে। পুজোর আগে করোনা আসবে না আমি বলছি না এই অনলাইন সংবাদ পত্র বলছে।


কী বিশ্বাস হল করোনার বুদ্ধি আছে কিনা? করোনা জানে সামনে উপনির্বাচন করতে হবে এবং আরও কত গুলো রাজ্যের বিধানসভা নির্বাচন আছে, এবং বাংলার বড়ো উৎসব দুর্গা পুজো আছে, সরকারি চাঁদা দেওয়ার ব্যাপার আছে। আমি চাই খবরটা সত্যি হোক। খুব ভালো খবর তাই না। 


No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...