Anulekhon.blogspot.com

Monday, 31 May 2021

করোনার নামে এটা আসল ব্যাপার নয়তো!


করোনার নামে এটা আসল ব্যাপার নয়তো! কারণ একটা বিষয় সকলে ভাবুন রোগে আক্রান্ত হচ্ছেন তার বয়স ভিত্তিক প্রথম করোনা আক্রান্ত হলেন বয়স্ক ব্যক্তি পরে মাঝ বয়সি এখন বলছে আক্রান্ত হবে শিশু কিশোর। ভ্যাকসিন দেওয়া হয়েছে ঠিক সেভাবেই। ভ্যাকসিন সে তো ঘোষণা আছে তার দেখা নেই। কোথায় কবে হচ্ছে কেউ জানে না, সরকারি বেসরকারি কোন ভাবে তার ঠিকানা খুঁজে পাওয়া ভার।করোনা আক্রান্ত মানুষ মারা গেলে তার শরীর দেখার কোন সুযোগ নেই কারণ প্যাক করা মৃতদেহ তুলে দেওয়া হয়। আবার অনেকেই আছেন মারা গেলে দেহ নিয়েও আসে না। কেবল মানুষ কে সচেতন করেই কাজ শেষ কোথাও কোথাও সকাল থেকে সন্ধ্যা মাইকে সাবধান বাণী বর্ষণ হচ্ছে। নেতা মন্ত্রীরা নাকি অক্লান্ত পরিশ্রম করে করে চলেছে। এটা বোঝা যাচ্ছে করোনা কেবল ট্রেন চলাচল করলে এবং স্কুল খোলা থাকলে আর খেটে খাওয়া মানুষ সুস্থ ভাবে কোনও কাজ করতে গেলে হবে। করোনা পরিস্থিতিতে মানুষ গৃহবন্দী তার মধ্যে খেটে খাওয়া মানুষ কোন রকম সারাদিন ঘুরে কিছু টাকা জোগাড় করে খাবার জোগাড় করবে বা কিনবে দোকান বন্ধ ( মুদিখানা) আনাজ বিক্রেতার সময় দশটা পর্যন্ত না হলে পুলিশ হাজির ঠিক দশটার সময় যদি তার পরে খুলে রাখা হয় দিতে হবে ফাইন বা জরিমানা না দিতে পারলে তুলে ফেলে দেওয়া হবে জিনিস পত্র। আর ভোটের আগে প্রতিশ্রুতির বন্যা দুযারে রেশন ।শুনেছি দুয়ারে রেশন চলছে, পাচ্ছে কারা শাসক দলের লোক জন। যাহোক পোবার সাধারণ মানুষের জীবন নিয়েও রাজনীতি। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...