Anulekhon.blogspot.com

Friday, 30 April 2021

রেড ভলেন্টিয়ার ও সাধারণ মানুষ।


 পার্টির ছাত্র যুব মিলে রেড ভলেন্টিয়ার তৈরি করেছেন। খুব ভালো কাজ কারণ মানুষের বিপদে মানুষের পাশে  দাঁঁড়ান লাল পার্টির ছেলে মেয়েরা ছাড়া কেউ নেই। গত তেরো চোদ্দ মাস আগেও ছিল না, আজও নেই। আজ সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দেখলাম জানি না কোন পার্টির ছেলে মেয়েরা অক্সিজেন সিলিন্ডার এর দাম নিয়ে রীতিমতো বচসা হচ্ছে এবং বলছে এই তোমরা সেবা করছ না সেবার নামে ব্যবসা করছ। তারা দুুটো সিলিন্ডার নিয়েছে দাম আট হাজার টাকা টাকা করে ষোল হাজার, আরেকটা জায়গা  রিফিলিং করার টাকা নিয়ে বচসা রীতিমত অপমান করা হচ্ছে। যদি কিছু না মনে করেন তবে  পার্টির নেতা দের বলছি যারা এসব করছে তাদের বলুন, যেখানে টাকা দেওয়া নেওয়ার মত সেবা অর্থাৎ অক্সিজেন এবং এম্বুলেন্স ইত্যাদি এসব ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করতে বলুন আপনারা নম্বর দিয়ে দিন সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিন। যারা রেড ভলেন্টিয়ার হয়েছ, তারা মানুষের কাছে সাহায্য নিয়ে মাস্ক বিলি এলাকায় স্যনেটাইজ করা সচেতন করে প্রচার করুন। যেসব জায়গায় মোটা অঙ্কের টাকা প্রয়োজন সেব কাজ না করাই ভালো কারণ সাধারণ মানুষের কাছে সন্দেহের জায়গা তৈরি হচ্ছে। একটু ভেবে দেখতে অনুরোধ করছি। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...