আজ এই সন্ধ্যা বেলায় আমি আমার প্রিয় সংগঠনের পক্ষ থেকে সেভ ডেমক্রেসি নামে একটি সংগঠন এর সভার ছবি পেলাম। আজ বাংলার গনতন্ত্র বিপন্ন, সেখানে দাঁড়িয়ে এরকম একটি সংগঠনের তরফে সভা সত্যি ভালো। কারণ যে কোন মূল্যে পশ্চিমবঙ্গে গনতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে গত ২০১১ সালের মতো যেন সুন্দর ও সুস্থ ভাবে মানুষ ভোট দিতে পারেন তার ব্যবস্থা করতে হবে এটাই আমাদের দাবি। সেই সাথে ছবি তোলার সময় আমাদের এটাও খেয়াল রাখতে হবে, সেই ছবিতে যেন কোন ভাবেই গনতন্ত্র বিপন্ন কারী দলের মহান কোন ব্যক্তির ছবি না আসে যদিও অনিচ্ছাকৃত চলে আসে তবে সেটা পোস্ট না করা বা এডিট করে পোস্ট করা উচিত। কারণ কোন ভাবেই গনতন্ত্র ধ্বংব কারি চরম মিথ্যাবাদী মানুষের জীবন অতিষ্ঠ করে তোলা কোনো ব্যক্তিকে না দেখা যায় আমদের ছবিতে। আমি এখানে ছবিটি এডিট করে দিলাম জানি না আমার লেখা কজন পড়বেন, বা দেখবেন। আমার অনুরোধ দেখবেন এই ধরনের ছবি আর গ্রুপে না দেওয়ার।
দিলেও এডিট করে দিন, আমি এডিট করে দিয়েছি।


No comments:
Post a Comment