Anulekhon.blogspot.com

Wednesday, 24 March 2021

ভোটের আগে ভোট সমীক্ষা কতটা ঠিক!


 শিক্ষিত শুভ বুদ্ধি সম্পন্ন সাংবাদিক দের কাছে আমার প্রশ্ন বলুন পশ্চিমবঙ্গে বুথ সংখ্যা প্রায় 80 হাজারের বেশি। 294 টা বিধানসভা কেন্দ্র, প্রায় সাড়ে সাত কোটি ভোটার, পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা নির্বাচন কমিশনের তথ্য থেকে দিচ্ছি।


এবার যে সব সংবাদ সংস্থা সমীক্ষা করে চলেছেন তারা বলুন মাত্র 11000 থেকে 12000 হাজার ভোটারের মতামত এই বিপুল ভোটারের মতামত বলে চালিয়ে দিচ্ছেন। আপনার বা আপনাদের এই সমীক্ষা তাহলে কি টাকা বা ঘুষ নিয়ে নয়, এটা বিশ্বাস করতে বলেন। আপনারা কি করছেন জানেন মানুষের জীবন কি করে আরও বিপন্ন করে তোলা যায় তার ব্যবস্থাপনা করছেন। লেখা পড়া শিখে ঘুষ খেয়ে, নিজের বিবেক বোধ কে বাদ দিয়ে প্রতি নিয়ত এই প্রচার করে যাচ্ছেন একটা চোর জোচ্চর বাটপার চরম মিথ্যাবাদী মানুষের জীবন অতিষ্ঠ কারী স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার এবং তাদের দালাল বর্তমান সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে। আরেক দিকে লক্ষ লক্ষ মানুষ তাদের পেটের ভাত, বেঁচে থাকার জন্য লড়াই করে যাবে। এরা চুরি করে কাটমানি খেয়ে বহাল তবিয়তে থাকবে চুরি করে, বাটপারি করে কোন শাস্তি নেই, একবার প্রচার করুন বা বারবার দেখান কারা ত্রিফলা বাতি থেকে শুরু করে সারদা, নারদা, রোজভ্যালী, এম পি এস গ্রীনারী, আই কোর, আর কয়লা পাচার, বালি খাদান থেকে তোলা কারা খেয়েছে, বেকার যুবক যুবতী চাকরির তালিকা ভুক্ত হয়েও চাকরি পায় নি এই রাজ্যে তারা অনশন পর্যন্ত করেছে। এখন লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়ে যাচ্ছে চাকরি দেওয়ার নামে, এসব দেখানোর সাহস নেই, আপনারা নাকি নিরপেক্ষ এই আপনাদের নিরপেক্ষতা। শুনে রাখুন আপনারা যতই চোর চিটিংবাজ মিথ্যাবাদী দের এবং দেশ বেচা দের জেতা সময়ের অপেক্ষা প্রচার করে যান এবার লড়াই হবে সামনে। কেবল একবার আপনি বা আপনারা যাদের পা চেটে চলছেন টাকার জন্য তাদের বলুন মানুষ যেন শান্তি পুর্ণ ভাবে 2011 সালের মতো বুথে গিয়ে ভোট দিতে পারে। আপনার প্রভুর এতই যদি মানুষের ভালো করে থাকবে তাহলে নিরাপত্তা নিয়ে ঘোরে কেন? কেন মানুষের ভোটের উপর আস্থা নেই? কেন আপনার বা আপনাদের কু শিক্ষায় শিক্ষিত সারমেয় সমাজের জঞ্জাল দের সাহায্য নিতে হয়। মানুষের পাশে থাকুন ঘুষের টাকা নিয়ে মানুষ জীবন অতিষ্ঠ করে তোলার জন্য এসব প্রচার করে মানুষ কে প্রভাবিত করবেন না। কারণ আগামী সাধারণ মানুষ ইতিহাস রচনা করবেন। আগামী ২০২১ সাল বাংলা হবে লালে লাল। ফিরে আসছি ব্রেকের পর। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দিকে।

  ব্রিটিশ ভারতের একমাত্র রাজ্য যেখানে প্রথম পাশ্চাত্য শিক্ষার হাত ধরে আধুনিক শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা গড়ে উঠেছিল। এক সময় বাঙা...