Anulekhon.blogspot.com

Tuesday, 23 February 2021

বাতিল হয়ে গেল নিয়োগ।

আমরা আজব এক রাজ্যে বাস করছি, চাকরি তে যোগদান করার পর বাতিল হয়ে যায় নিয়োগ। গত ১৭ /২/২০২১ হুগলি জেলার প্রাথমিক শিক্ষা সংসদ থেকে নিয়োগ করা হয়েছিল প্রাথমিক শিক্ষক পদে, তাদের মধ্যে যারা উচ্চ প্রাথমিকের প্যারা টিচার বা পার্শ্ব শিক্ষক তাদের নিয়োগ বাতিল করা হয়েছে। হুগলি জেলার এরকম ছ জন আছে, তার মধ্যে সিঙ্গুর চক্রের একজন আছেন। তিনি উচ্চ প্রাথমিকের প্যারা টিচার পদে রেজিগনেশন দিয়ে, গত শুক্রবার বর্তমান পদে অর্থাৎ প্রাথমিক শিক্ষক পদে যোগ দেন। আজ একটা আদেশ আসে ওনার নিয়োগ বাতিল করা হয়েছে কারণ উনি উচ্চ প্রাথমিকের প্যারা টিচার উনার নিয়োগ নাকি অবৈধ। আমার প্রশ্ন যখন নিয়োগ দেওয়া হয় তখন দেখা হলো না কেন? একজন চাকরি তে যোগদান করার পর চাকরি চলে গেছে, প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগের ইতিহাসে নেই, অন্তত আমার জানা নেই। জানা নেই উনি আগের প্যারা টিচার পদ টি ফেরত পাবেন কি না? এখানে আরেকটা ব্যাপার ঘটল এমন একটা বিদ্যালয়ে উনি যোগদান করে ছিলেন সেখানে ছাত্র ছাত্রী সংখ্যা ৩৭৪ জন। ওনাকে নিয়ে শিক্ষক শিক্ষিকা হয়ে ছিল ৯ এখন ৮ জন। আর পাশেই সিঙ্গুর চক্রের আরেকটা বিদ্যালয়ে ছাত্র ছাত্রী সংখ্যা ২৫৬ সেখানে নিয়োগ করা হয়েছে তিন জন। ২৪ জন আছে সেখানে তিন জন আবার নতুন একজন। ২৫৬ ছাত্র ছাত্রী শিক্ষক সংখ্যা ১৪ জন হয়েছে। আমার জানা নেই কারা এগুলো ঠিক করে কীভাবে? আমার প্রশ্ন হচ্ছে নিয়োগের আগে দেখা হলো না কেন? যোগদান করার পর বাতিল, দোষ টা কার? ২০১৪  সাল থেকে চলে আসা এই বে নিয়োগ নিয়ে বেনিয়ম কি বন্ধ হবে না! 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...