Anulekhon.blogspot.com

Friday, 19 February 2021

"অনুলেখন" তিন বছর পূর্ণ করল।


 আজ থেকে দু বছর আগে, 2019 সালের  1 লা ফেব্রুয়ারি থেকে পথ চলা শুরু করে এই ব্লগ। প্রথম লেখা টি ছিল, পৃথিবীর সব থেকে বুদ্ধিমান প্রাণী। ' তার পর থেকে আজ পর্যন্ত ৬২৯ টি বিষয়ে লেখা আছে। সব থেকে যেটি বেশি পাঠক পড়েছেন সেটা হল, সরস্বতী পুজোর মন্ত্র ও নিয়ম। আর এছাড়া বেগুন দিবস ইত্যাদি। এখন চটুল ভিডিওর যুগ এসব লেখা অনেকেই আছেন দেখেন না। আবার এরকমও হয়েেছ কেবল শিরোনাম দেখে অনেকেই মন্তব্য করে দিয়েছেন। তবুও যে সকল পাঠক আমার এই ব্লগের অপক্ক লেখা পড়েছেন তাদের এই ব্লগের মাধ্যমে শুভেচ্ছা জানাই। আগামী ২১ শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস বা মাতৃভাষা দিবস। আমার মাতৃভাষা বাংলা এই বাংলা ভাষার মর্যাদা রক্ষা করতে গিয়ে এবং নিজের ভাষার জন্যে শহীদ হয়েছেন ওপার বাংলার কয়েক জন বাঙালি। আমার এই ব্লগের মাধ্যমে তাদের জানাই সশ্রদ্ধাঞ্জলী। সেই বিখ্যাত কবিতার লাইন টি আজকের দিনে সকলে স্মরণ করেন। " আমার ভাইয়ের রক্তে রাঙা 21 শে ফেব্রুয়ারি /আমি কি ভুলিতে পারি।" আমার মাতৃভাষা বাংলা সে কারণে আমি গর্ব বোধ করি। যারা আমার ব্লগের লেখা. পড়েন সেই সব পাঠক কে আমার পক্ষ থেকে সশ্রদ্ধ নমস্কার জানাই। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...