Anulekhon.blogspot.com

Sunday, 24 January 2021

মনে হচ্ছে পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গ নেই।


 পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গ নেই, এখন থেকে হয় তো নামটা পাল্টে দিয়েছে। বাঙালি এত টাকার মালিক টাকা পুড়িয়ে দিচ্ছে। আর পশ্চিমবঙ্গের বেশ কিছু মানুষ প্রায় ৪০% মানুষ টাকার জন্যে খেতে পাচ্ছে না। রাস্তায় ট্রেনে বাসে রেলগেটে, প্লাটফর্মে   বসে ভিক্ষা করতে দেখা যাচ্ছে। ট্রেনের মধ্যে হাততালি দিয়ে মানুষের কাছে সাহায্য চাইছে। কত রকমের ভিক্ষুক না দেখলে বিশ্বাস করা কঠিন। আর সেই রাজ্যযে দাঁঁড়িয়ে দিনে দুপুরে টাকা  পড়ানোর হচ্ছে। সত্যিই এই সময়ে সুকান্তের সেই বিখ্যাত কবিতা যা পরে হেমন্ত মুখোপাধ্যায়ে এর গান হয়ে গেছে। " অবাক পৃথিবী অবাক করলে আমায়" আবার এই ব্লগের মাধ্যমে বলছি, এই সব চোর ডাকাত দের আর ক্ষমতায় আনবেন না। এরা চুরি করে নিজেদের সম্পদ এতো করেছে যে রাখতে পারছে না। কদিন পর পর সোশ্যাল মিডিয়ায় একটা খবর ভীষণ চোখে পড়ছে আগামী মার্চ মাস থেকে ১০, ২০, ১০০ টাকার নোট বাতিল করা হবে। আমার তো মনে হয় সে খবর যে প্রচার করুন তার উদ্দেশ্য সফল হয়েছে। আর ওখানে পোড়ানোট গুলো সব ১০, ২০, ও ১০০ টাকার নোট। আমি জানি পুলিশ কিছু করবে না, পুলিশ এই সব বড়ো চোর ডাকাতের সাগরেদ এদের ধরে না, এদের পাহারা দেয়। নিরাপত্তার ব্যবস্থা করে, কারণ চুরির মোটা ভাগ এদের কাছে আসে। পুলিশের বর্তমান কাজ হচ্ছে, বিরোধী বিশেষ করে সি পি আই (এম) যদি কোন মিছিল মিটিং করে তবে সেটা আটকানো। ছাত্র, যুব, শিক্ষকরা এবং কর্ম রত কম বেতন, যেমন প্যারা টিচার, শিক্ষা বন্ধু, আরও বেকার যুবক যুবতী মিছিল মিটিং করলে জলকামান না হলে লাঠি চালান। ব্যরিকেড তৈরি করা। আর ছিঁচকে চোর ধরা ও মিথ্যা মামলা করা। রাজ্যে বড়ো বড়ো গুলো যে আজ নেতা মন্ত্রী, আবার ছোট ডাকাতের দল থেকে বড়ো ডাকাতের দলে যাচ্ছে। সি বি আই তদন্ত প্রহসন চলছে বছরের পর বছর ধরে। সাধারণ মানুষের টাকা গেছে যাক নেতা মন্ত্রীরা সুখে থাক। সাধারণ মানুষ আত্মহত্যা করেছেন তাতে কি? ঐ যে কৃষক এর সাথে চুক্তি এক জানোয়ার বসে আছে আইন তৈরি করে দেশের সব বেচে দেবে কর্পোরেট কে? আর জনগণের বিশেষ করে খেটে খাওয়া মানুষ গুলো কে জব্দ করার জন্য C.A.A আর তার নমুনা দেখা গেল লক ডাউনে, আমফানে এত নির্মম মানুষ আমি আগে কখনো দেখিনি। গরীব মানুষ দেশে অর্ধেকের বেশি তারা কি করে বাড়ি ফিরে আসবে না ব্যযবস্থা করে, দুজনেই কি করছে বিনা পয়সায় বিমান পাঠিয়ে প্রবাসী দের নিয়ে আসছে তারা এসে করোনা ছড়িয়ে দিয়েছে। বর্তমান পুলিশ প্রশাসন বা নেতা মন্ত্রী এদের মানুষ নয়, পশুর থেকে অধম ব্রিটিশ আমল কেউ হার মানিয়ে দিচ্ছে এই পুলিশ ও নেতা মন্ত্রী দের ব্যবহার। যাহোক মানুষ ভাল বুঝতে পারছে, চোরে চোরে মাসতুত ভাই ।আগামী তে তাই ১৯৭৭ চাই। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...