Anulekhon.blogspot.com

Tuesday, 24 November 2020

দেখুন কেন্দ্র ও রাজ্যের উন্নয়ন।


 কিছু আর লিখছি না, আত্ম নির্ভভ ভারত, ভারত বাসি আত্ম    নির্ভর হয়েছে। ভারতের সব থেকে গরীব মানুষ, তাই দু বেলা দু মুঠো খেয়ে পরে শান্তিতে ঘুমাতে পারছে। আর রাজ্যের আরেক বিধায়ক তৃণমূল নেত্রীর ফর্মে, সিঙ্গুর ঘটনার পুনরাবৃত্তি অশোক নগরে খনিজ তেল ও গ্যাসের খনির জায়গা নিয়ে, কারণ শিল্পে এগিয়ে বাংলা। ছবি দেখুন তো বিধায়ক কে চিনতে পারেন কি না? বাংলার উন্নয়নে এত বড়ো সাহায্য যিনি করছেন। ওনাকে ফুলের মালা দিয়ে, সংবর্ধনা দিতে হবে।

দেখে নিয়েছেন রাজ্যের উন্নয়ন এর ধারা অব্যাহত রয়েছে। 


No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দিকে।

  ব্রিটিশ ভারতের একমাত্র রাজ্য যেখানে প্রথম পাশ্চাত্য শিক্ষার হাত ধরে আধুনিক শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা গড়ে উঠেছিল। এক সময় বাঙা...