Anulekhon.blogspot.com
Friday, 9 October 2020
আর কি চাই আগামী ভোট পর্যন্ত বিনামূল্যে রেশন।
আর কি চাই, আগামী জুন 2021 পর্যন্ত রাজ্যের10কোটি মানুষ কে বিনামূল্যে রেশন দেওয়া হবে। খবর টি আমার নয় এই সংবাদ দাতার, রেশন কার্ড না থাকলেও কুপন নিয়ে ও এই রেশন পাওয়া যাবে। আমি জানি না এই সব সংবাদ অর্থাৎ অন লাইন সংবাদ পরিবেশন কারির শিক্ষা নিয়ে আমার সন্দেহ আছে, কারণ এই রাজ্যের লোক সংখ্যা 10 কোটি সেটা ভুলে গেছে, তাহলে সকলে রেশন দোকান থেকে বিনামূল্যে রেশন পাবে, মানে নেতা মন্ত্রী আমলা সরকারি কর্মী কেউ বাদ থাকবে না। রাজা উজির জমিদার, উকিল বিচারক সবাই বিনামূল্যে রেশন পাবেন সেই জুন পর্যন্ত। ওরে ভাই গাঁজায় কতটা দম দিয়েছিস। একটু গাঁজা খাওয়া কম কর, আর এদের কি দোষ মাথা যদি খারাপ হয়ে যায় তাহলে হাত পা আর ঠিক মত চলে কি করে? এই রকমই একটা অন লাইন খবর দেখলাম, কি যেন নাম ieনা ig bengal বলে একটা অন লাইন সংবাদ পত্র লিখেছ " ক্ষুধার রাজ্যে - - - - - - - পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি লেখক জীবনানন্দ দাশ, এরা হচ্ছে চাটু কার কেবল নয় রীতিমত গাঁজাখোর। এই সব খবর অন লাইন যাচ্ছে, বাঙালি সম্পর্কে কি জানছে সকলে।
Subscribe to:
Post Comments (Atom)
পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।
উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...

-
সরস্বতী পুজোর পদ্ধতি, পরপর যা করতে হবে।১)আচমন ২)বিষ্ণু স্মরণ ৩)স্বত্ত্বি বাচন ৪) স্বত্ত্বি সূক্ত ৫) সাক্ষ্য মন্ত্র ৬) বরণ ৭) সংকল্প ৮) স...
-
আমি এর আগে একটি ব্লগে লিখেছি, দুর্গা যষ্টী পূজার মন্ত্র ।এখানে বলি আমি পণ্ডিত নই, বিভিন্ন ধরনের বই পড়ে, আর দু একজন ব্রাহ্মণের সাথে কাজ ...
-
ছবি টি কীসের বা কোন প্রাণীর নিশ্চয়ই বলে দিতে হবে না। মানুষের প্রথম পোষ মানা প্রথম প্রাণী, হয়তো অনেকেই পড়ে বলবেন এবার নতুন কী এতো আমরা স...
No comments:
Post a Comment