Anulekhon.blogspot.com

Friday, 9 October 2020

আর কি চাই আগামী ভোট পর্যন্ত বিনামূল্যে রেশন।


 আর কি চাই, আগামী জুন 2021 পর্যন্ত রাজ্যের10কোটি মানুষ কে বিনামূল্যে রেশন দেওয়া হবে। খবর টি আমার নয় এই সংবাদ দাতার, রেশন কার্ড না থাকলেও কুপন নিয়ে ও এই রেশন পাওয়া যাবে। আমি জানি না এই সব সংবাদ অর্থাৎ অন লাইন সংবাদ পরিবেশন কারির শিক্ষা নিয়ে আমার সন্দেহ আছে, কারণ এই রাজ্যের লোক সংখ্যা 10 কোটি সেটা ভুলে গেছে, তাহলে সকলে রেশন দোকান থেকে বিনামূল্যে রেশন পাবে, মানে নেতা মন্ত্রী আমলা সরকারি কর্মী কেউ বাদ থাকবে না। রাজা উজির জমিদার, উকিল বিচারক সবাই বিনামূল্যে রেশন পাবেন সেই জুন পর্যন্ত। ওরে ভাই গাঁজায় কতটা দম দিয়েছিস। একটু গাঁজা খাওয়া কম কর, আর এদের কি দোষ মাথা যদি খারাপ হয়ে যায় তাহলে হাত পা আর ঠিক মত চলে কি করে? এই রকমই একটা অন লাইন খবর দেখলাম, কি যেন নাম ieনা  ig bengal বলে একটা অন লাইন সংবাদ পত্র লিখেছ " ক্ষুধার রাজ্যে - - - - - - - পূর্ণিমার চাঁদ   যেন ঝলসানো রুটি লেখক জীবনানন্দ দাশ, এরা হচ্ছে চাটু কার কেবল নয় রীতিমত গাঁজাখোর। এই সব খবর অন লাইন যাচ্ছে, বাঙালি সম্পর্কে কি জানছে সকলে। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...