Anulekhon.blogspot.com

Friday, 25 September 2020

রাজ্যের যদি পালা বদল হয় তবে সেটা বাম দিকে।

রাজ্যে অনেকেই পালা বদল বলছেন, কিন্তু চাইছেন বর্তমানের B টিম ক্ষমতা দখল করুক। ধারণা পাল্টে ফেলুন দুটি ফুল এক, নেতারাও এক এক জন বলে চুরি করতে 75% আর 25% ভাগ করে নিতে। আরেকটা চুরি করেছিস জনগণের টাকা লুঠ করেছিস বেশ করেছিস আমার দলে আয় ওসব মাপ পারলে টাকা ছাপিয়ে তোকে দোব কেবল আমার ফাণ্ডে কিছু দিয়ে দিবি, রাজ্যে পালা যদি বদল করতে হয় নয়, পালা বদল করতেই হবে কারণ মা মাটি মানুষ যাত্রা পালা দেখতে দেখতে বিরক্ত হয়ে গেলাম এবার 2977 চাই। আমি যতটুকু শুনেছি, 1977 সালে সব বুথে এজেন্ট দিতে পারে নি, এরকম সন্ত্রাস সাধারণ মানুষ মুখে কিছু বলেননি কিন্তু ব্যালটে বলে দিয়েছিলেন। এই 2020 সালে বলছি আবার 1977 সালের পুনরাবৃত্তি চাই। পশ্চিমবঙ্গের পরিবর্তন চাই তবে সেটা হবে বাম দিকে। না হলে এই দূর্বিসহ জীবন যন্ত্রণা, চোখের সামনে দেখছি নেতা কর্মী, মন্ত্রী, দের আঙুল ফুলে কলাগাছ চোখের সামনে দেখতে পাচ্ছি 10 বছরের মধ্যে ভাই ভাইপো ভাইঝি দের উন্নয়ন। অনেকে হয়েছে আর নয়, যাদের চোর বলে ধরবে বলে জনগণের টাকা খরচ করে কমিশন গঠন করা হলো তারা কেউ ধরা পড়েনি উল্টে, কারা জেলে গেল, এবং কিছু বাঁচাতে নতুন দলে গিয়ে ভীড়ে গেল সব অপরাধ মাপ হয়ে গেল এদের কাউকেই, ক্ষমতায় আনা যাবে না চাই বাম সরকার। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...