রাজ্যের স্কুল গুলি খোলা নিয়ে সরকারের ভাবনা, সব কিছু যখন খুলে যাচ্ছে তখন আর স্কুল বন্ধ থাকে কেন? অভিভাবক দের মতামত জানতে চান আমি জানি অনেক অভিভাবক মত দেবেন, আমিও চাই খুলুক বিদ্যালয় শুরু হোক পঠন পাঠন। এর সাথে একটা বড়ো প্রশ্ন দেখা দেবে যেসব শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী দূর থেকে ট্রেনে বাসে আসেন তারা আসবে কীভাবে? আর আমি এটাও জানি একবার যখন বলা হয়েছে তখন খোলা হবে, লকডাউন এ রেড জোনে বাস চলাচল শুরু করেছে। দোকান পাঠ একটা নির্দিষ্ট সময়ে খুলছে তখন আর বিদ্যালয় গুলি ছুটি থাকে কেন? খোলার আগে এই সামান্য কটা কথা মনে রাখা প্রয়োজন বলে মনে করি। ছাত্র ছাত্রীরা এক সাথে খেলতে যাবে। এক সাথে প্রার্থনা লাইনে দাঁড়িয়ে পড়বে, এসব বাদ কথা দিয়েও যদি স্কুল খোলার ব্যবস্থা করা হয়। তাহলে সামাজিক দূরত্ব বজায় রেখে বসার ব্যবস্থা করে বিদ্যালয় গুলি খোলা হোক, প্রথম অর্ধে একটি বা দুটি শ্রেণির পঠন পাঠনের ব্যবস্থা আর দ্বিতীয় অর্ধে আরও একটি বা দুটি শ্রেণির পঠন পাঠনের ব্যবস্থা করা যায়। বিদ্যালয়ে আসা ছাত্র ছাত্রীরা সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক পরে পড়াশোনা করতে পারে। এক্ষেত্রে মি ডে মিল বন্ধ রেখে যেমন চাল আলু দেওয়া হচ্ছে মাসে একবার দিতে হবে। কারণ যেহেতু মি ডে মিল খাওয়ার সময় তারা একসাথে বসে তাই, তাছাড়া সব শ্রেণীর উপস্থিত একসাথে যেহেতু থাকছে না। সেই কারণেই মি ডে মিল বন্ধ রাখা খুব প্রয়োজন। সরকারের ভাবনা চিন্তা ভাল কিছু কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দেবে।
Anulekhon.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।
উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...

-
সরস্বতী পুজোর পদ্ধতি, পরপর যা করতে হবে।১)আচমন ২)বিষ্ণু স্মরণ ৩)স্বত্ত্বি বাচন ৪) স্বত্ত্বি সূক্ত ৫) সাক্ষ্য মন্ত্র ৬) বরণ ৭) সংকল্প ৮) স...
-
আমি এর আগে একটি ব্লগে লিখেছি, দুর্গা যষ্টী পূজার মন্ত্র ।এখানে বলি আমি পণ্ডিত নই, বিভিন্ন ধরনের বই পড়ে, আর দু একজন ব্রাহ্মণের সাথে কাজ ...
-
ছবি টি কীসের বা কোন প্রাণীর নিশ্চয়ই বলে দিতে হবে না। মানুষের প্রথম পোষ মানা প্রথম প্রাণী, হয়তো অনেকেই পড়ে বলবেন এবার নতুন কী এতো আমরা স...
No comments:
Post a Comment