আমি আতঙ্ক বা মানুষ কে বিভ্রান্ত করার জন্য এই পোস্ট করছি না। আপনার কাছে আমার নিবেদন, আপনি করোনার মতো একটা ভাইরাস যখন বিশ্ব মহামারীর রূপ নিয়েছে, তখন আপনি মুখ্যমন্ত্রী। এখানে আপনার কাজের সমালোচনা করছি না। তবে কত গুলো কথা বলছি কিছু মনে না করেন তবে এই কাজ গুলো বন্ধ হলে মনে হয় দাঙ্গা ও পুলিশের উপর আক্রমণ বন্ধ হয়ে যায়। এক - এক জায়গার মানুষ কে অন্য আরেকটা জায়গায় নিয়ে গিয়ে কোয়ারেন্টাইন বা আইশোলেশনে রাখা, পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। চন্দন নগরের করোনা সন্দেহ ভাজন কে সিঙ্গুরে এনে রাখা হচ্ছে, অথচ তার বাড়ির লোক জানে না, আবার যাকে আনা হলো সেও কোন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এরকম আছে আজ এক সপ্তাহ আগে কোন লোক কে নিয়ে যাওয়া হয়েছে তার বাড়ির লোক জানে না কোথায় আছে আদৌ বেঁচে আছে কিনা? এত দিদি সেই ভিখারি পাশোয়ানের কেস হয়ে যাচ্ছে তাই না। এক্ষেত্রে আরেকটা সমস্যা হচ্ছে, চন্দন নগরের বা শ্রীরামপুরের কিছু লোক যাদের আইশোলেশনে রাখতে হবে তাদের এনে সিঙ্গুরের একটি গ্রামের স্কুলে রেখে দেওয়া হয়েছে। সেই গ্রামে কোন করোনার 'ক' পর্যন্ত ছিল না। এদের রাখার পর দেখা গেল এরা পজেটিভ এবং ঐ এলাকার যাদের করোনা হবার কোন রকম সম্ভবনা ছিল না। বিদ্যালয়টির পাশের বা যে বাড়িতে রাখা হয়েছে তার পাশে দু তিন জন আক্রান্ত হয়ে গেল। কেন ঐ যে আক্রান্ত লোক গুলো শ্রীরামপুর বা চুঁচুড়ার। এবার ঐ লোক গুলো যদি নিজের এলাকায় থাকে তাহলে ঐ এলাকা কেবল আক্রান্ত হতো বা আক্রান্ত বাড়ত। তাদের বাড়ির লোকজন জানতে পারত কোথায় আছে। আপনি বিষয়টি একটু ভাবুন, কে দু এক জন মোবাইল এ ছবি তুলে পোস্ট করছে বলে মানুষ কে এই ভাবে কষ্ট দেওয়া ঠিক না। আর যারা ধর্মের নামে দাঙ্গা করছে তাদের অবশ্যই ধরুন আর তাদের জেলে বন্দি করুন।
Anulekhon.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।
উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...

-
সরস্বতী পুজোর পদ্ধতি, পরপর যা করতে হবে।১)আচমন ২)বিষ্ণু স্মরণ ৩)স্বত্ত্বি বাচন ৪) স্বত্ত্বি সূক্ত ৫) সাক্ষ্য মন্ত্র ৬) বরণ ৭) সংকল্প ৮) স...
-
আমি এর আগে একটি ব্লগে লিখেছি, দুর্গা যষ্টী পূজার মন্ত্র ।এখানে বলি আমি পণ্ডিত নই, বিভিন্ন ধরনের বই পড়ে, আর দু একজন ব্রাহ্মণের সাথে কাজ ...
-
ছবি টি কীসের বা কোন প্রাণীর নিশ্চয়ই বলে দিতে হবে না। মানুষের প্রথম পোষ মানা প্রথম প্রাণী, হয়তো অনেকেই পড়ে বলবেন এবার নতুন কী এতো আমরা স...
No comments:
Post a Comment