Anulekhon.blogspot.com

Friday, 3 April 2020

অন্নপূর্ণা পূজা, মায়ের কাছে প্রার্থনা।

কি হোলো মা এ বছর তোমার পুজো কোথাও বন্ধ হোল কোথাও নম নম করে হোল ।কারণ একটাই বিশ্ব জুড়ে মহামারী যাতে আমার দেশ আমার রাজ্যও বাদ নেই ।মানুষ আজ বড়ো অসহায় মা গো ছোট্ট যাকে চোখে দেখা যায় না। অনুবীক্ষণযন্ত্র দিয়ে দেখতে হয় এ রকমই একটা অর্ধ মৃত অর্থাৎ না জীব না জড় জীবনের সংস্পর্শে এসে জীবিত হয় । তার আক্রমণে মানুষ আজ দিশা হারা । বছর বছর তোর পুজো হয় হাজার হাজার কোথাও লক্ষ লক্ষ টাকা খরচ করে পুজো হয় ।আজ তুমি মা বুঝিয়ে ঐ টাকায় হাসপাতাল করলে গবেষণা কেন্দ্র করলে এই মহামারীর জন্য আজ ঘরে বন্দি হয়ে থাকতে হতো না । সত্যই তুমি মা আজ শিক্ষা দিলে মন্দির মসজিদ মূর্তি না বানিয়ে ভালো আধুনিক ঔষধ তৈরির কারখানা বা গবেষণা গার তৈরি করা হলে অনেক মানুষ বেঁচে যেত। আজ তুমি মা আরেকটা শিক্ষা দিয়ে দিলে গরীব খেটে খাওয়া মানুষ গুলো কে ভোট এলেই মদ মাংস খেয়ে যাদের জন্য মারা মারি করে সেই কোটিপতি নেতারা আজ আর তাদের পাশে নেই ।গোরু ছাগলের মত অবস্থা তাদের এর মধ্যে যারা সত্যিকারের মানুষের পাশে আছে তাদের সীমিত আয় দিয়ে সাহায্য করতে এগিয়ে আসছে । তুমি তো অন্নপূর্ণা তোমার প্রাসাদে বা তোমার পুজো করলে কেউ না খেয়ে থাকে না ।তাহলে আজ এত মানুষের খাদ্য নেই কেন ?কারা খেল মা এদের  খাবার ? পুজো করতে গিয়ে পাপ যদি হয় তবে সেটা কি এই গরীব মানুষ গুলো করল। আচ্ছা মা নেতা মন্ত্রী রা এতো ঘোষণা করছে এত সাহায্য অত সাহায্য কিন্তু আমি সকালে দেখলাম সবার জন্য নয়। কেন এটাও কি এদের পাপ?? তাহলে দেখছি যত পাপ গরীব মানুষের ঠিক,
এদের ঠকান যায় অথচ দেখ মা এদের পরিশ্রমের জন্য সভ্যতা টিকে আছে । এরা কাজ করে বলে আমার বাড়ি তৈরি হয়, আমার ঘরে আলো জ্বলে ,মাথায় ফ্যান ঘোরে গাড়ি চলে। মা এই যে তোর এদের প্রতি এতো দয়া তুমি মা চিন্তা করো না এবছর যাক আসছে বছর এরা যদি না খেয়ে মরে না যায়। তাহলে ধুমধাম করে পূজো হবে, সব ভুলে যাবে আজ দশমী অন্তিম দিন চিন্তা নেই  এবছর না হয় গ্যালন গ্যালন মদ খাওয়া হোল না । আসছে বছর অবশ্যই হবে । নাচা গানা খানা পিনা সব । কি অসম্ভব শক্তি ঐ না জীব না জড় ভাইরাসের সবাই কে ঘরে বন্দি করে দিল ।গাড়ি ঘোড়া কলকারখানা সব বন্ধ কত লোক বেকার হবে কিন্তু ঐ যে ভারতের কোন মন্দির আছে যেখানে দিনে কোটি কোটি টাকা প্রনামি পরে আবার কে যেন গুরু আছে যার নামে ঈশ্বর বৃত্তি তুলে রাখতে হয়। ওসবে ঘাটতি হবে না, আর দরগা আছে মসজিদ আছে সর্বত্র লক্ষ লক্ষ টাকা আসবে কেবল গরীব মানুষের কাজ কর্ম থাকবে না ।কারণ ওরা পাপী ওদের পাপে এই অবস্থা তাই না । আজ তো মা গো আমরা স্বাধীন দেশে বাস করি বিদেশীরা নেই ,তবুও মা গো আজ দেশ টা বিক্রি হয় যাচ্ছে। ধনীরা কিনে নিচ্ছে, সব তোর দয়া মা গো আজ সন্ন্যাসী গৃহ পরিবার হীন লোকের প্রতি  তোর কত দয়া তারা কোটি কোটি টাকা করে বসে আছে ,আর ঐ টুকু যাকে চোখে দেখা যায় না এই রকম একটা ভাইরাস যখন ঘর বন্দী করে দিল। তখন সবার মুখে অন্ন নেই মা এমন কি তাদের নিজেদের বাড়িতে ফেরারও অধিকার নেই ।আর মা কত পরীক্ষা দিতে হবে মা গরীব মানুষ গুলো কে? যারা তোর পুজো বেশি উৎসাহি তারা আজ নেই নিজের বাড়িতে আবার দুবেলা খাবার জুটছে না। এটা ভোট পূজোর সময় হলে খুব ভালো হতো তুমি এক কাজ কর তাড়াতাড়ি ভোট পুজো এনে দিও মা এ গরীব মানুষের কথা মনে পড়বে ।আবার মা গো শুনছি এ আবার এক ধর্মের লোকে দের হবে আর অন্য ধর্মের লোকজনের হবে না ।তোর মা কি লীলা মা জমায়েত সর্বত্র হোল, দোষ হোল কাদের ।জয় মা জগৎ জননী আজ দশমী আজ তোর পুজা মা তোমার কাছে একটাই প্রার্থনা সব মানুষের মুখে অন্ন দে মা জয় মা অন্নপূর্ণা । সকলে ভালো থাকবেন লেখার ভুল ত্রুটি মার্জনা করে দেবেন। কাউকে আঘাত করে এ লেখা নয় । মায়ের কাছে প্রার্থনা সবার মুখে অন্ন দিন। শুভ বিজয়া  ।

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দিকে।

  ব্রিটিশ ভারতের একমাত্র রাজ্য যেখানে প্রথম পাশ্চাত্য শিক্ষার হাত ধরে আধুনিক শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা গড়ে উঠেছিল। এক সময় বাঙা...