Anulekhon.blogspot.com

Saturday, 14 March 2020

স্কুল ছুটি নিয়ে দুই মন্ত্রী দুরকম কথা বলছেন। ওদিকে ছুটির নোটিশ জারি করা হয়েছে।

খবর টি ভালো করে পড়ে দেখুন মুখ্যমন্ত্রী বলেছেন, স্কুল কলেজ সর্ব প্রকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে আগামী সোমবার থেকে, সেই বিষয়ে মনীশ জৈন নোটিশ জারি করে দিয়েছেন। এর সাথে মুখ্যমন্ত্রী বলেছেন, শিক্ষকরা বাড়িতে থেকে স্কুলের কাজ করবে, এখানে বুঝতে অসুবিধা হচ্ছে শিক্ষক বাড়িতে থেকে কিভাবে স্কুলের কাজ করবে। যাহোক সে না হয় বোঝা গেল, কিন্তু ঐ দিন শিক্ষা মন্ত্রী আবার বলছেন আমাদের রাজ্যের এমন পরিস্থিতি হয়নি যে বিদ্যালয় গুলি ছুটি দিতে হবে, তাছাড়া এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে অর্থাৎ ছুটি দেওয়া যাবে না। খবরটা পড়ে নিন।
জানি না আগামী সোমবার কি আদেশ আসবে কারণ শনিবার দিন ছুটি ঘোষণা করা হয়েছে। স্কুল পরিদর্শকের অফিস ছুটি কোন আদেশ এখনও বিদ্যালয়ে পৌঁছতে পারে নি। জানি না কি নির্দেশ পৌঁছবে কারণ এর আগে গত 1লা জুলাই রাজ্য ছুটি ঘোষণা করলেও পরিদর্শন অফিস থেকে এ আই পাইকারি ব্যক্তি বিদ্যালয গুগুলি কে সেই ছুটি নিতে দেননি। বর্তমান প্রশাসন এরকম সবাই আদেশ করতে পারেন কাগজ লাগে না। কেবল একটি ইমেল বা হোয়াটস এ্যাপ মেসেজ ব্যাস কেল্লা ফতে। দারুণ একটা অভিনব বিষয়। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দিকে।

  ব্রিটিশ ভারতের একমাত্র রাজ্য যেখানে প্রথম পাশ্চাত্য শিক্ষার হাত ধরে আধুনিক শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা গড়ে উঠেছিল। এক সময় বাঙা...