Anulekhon.blogspot.com

Friday, 6 September 2019

দারুণ বাঙালি জাতির প্রতি ভালোবাসা।

উদ্দেশ্য টা কি বাঙালি জাতি কে প্রভাবিত করার, না একজন সত্যিকারের দেশ নায়ক কে সণ্মান জানান। যদি দ্বিতীয় কারণে উনি করে থাকেন, তাহলেও বলতে হয় উনি মন থেকে এসব করছেন না। একদিকে বাঙালি জাতি কে কোণঠাসা করে NRC নামে বাঙালি তাড়ানো শুরু করে কি করছেন। বাঙালি জাতি কে সণ্মান জানাচ্ছেন, যদি সত্যি সণ্মান জানাতে হয়, নেতাজির সমস্ত গোপন ফাইল জনগণের সামনে আনুন, আর নেতাজির আদর্শ ছিল, সমাজের শ্রেণী ভেদ তুলে তাকে আদর্শ সমাজে উন্নিত করা। সমাজ তথা দেশের সব মানুষ সমান অধিকার নিয়ে বেঁচে থাকবে, একবেলা কোনো রকম খাবার জোটাতে হাড় হিম করা পরিশ্রম করতে হবে না। রাষ্ট্র বা দেশের সর্ব স্তরের মানুষের সমান অধিকার দেবে, কাজের অধিকার, শিক্ষার অধিকার, খাদ্যের অধিকার, বাস স্থানের অধিকার, কখনো দেশ ভাগ করা নয়। নিজের জাতি বা সমাজের স্বার্থে অপরের ক্ষতি করা নয়। নেতাজী ছিলেন স্বামী বিবেকানন্দের আদর্শ মেনে চলতেন। বিবেকানন্দ উচ্চ নীচ অর্থাৎ জাতি ভেদ মানতে না। মেথর মুচি চণ্ডাল অর্থাৎ আপনার ভাষায় দলিত সম্প্রদায় সকলে তার কাছে সমান ছিল। আপনা কে বাঙালি প্রীতি দেখাতে ঐ ভরং দেখিয়ে একজন দেশটা ভাগ করে সর্বনাশ করে গেছে। আর আপনি বাঙালি তাড়ানোর জন্যে NRC এনেছেন। বাঙালি তাড়িয়ে জমিয়ে ঐ উদ্বৃত্ত জমি কাদের দেবেন নিজের পেটওয়া মারোয়ারি ব্যবসা দার কে? দেশের সব সম্পদ তো দখল করতে তৈরি হচ্ছেন। শেষে দেশ টা কে বিদেশের কাছে বিক্রি করে দিতে চাইছেন। আপনি যে সব কথা বলে ক্ষমতা দখল করে ছিলেন। আর আজ তার ঠিক উল্টো দিকে হাঁটছেন। এই তালিকা দেখুন
BSNL তুলে দিয়ে JIO, সরকার চালিত অস্ত্র কারখানা বন্ধ করে দিয়ে বেসরকারি করার চেষ্টা করে যাচ্ছেন। রেলে নিয়োগের জন্যে ভোটের আগে নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে ছিলেন। আজ আমাদের কী দেখছি রেল থেকে কর্মী ছাঁটাই করা হবে, Bank তুলে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। আর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সে তো আকাশ ছোঁয়া। যাহোক আপনি ভালো থাকবেন, আর মিথ্যে কথা বলে মানুষ কে বোকা বানাবেন না।


No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...