Anulekhon.blogspot.com

Thursday, 15 August 2019

ছবি কথা বলে, দেখুন ভাবুন আমরা কেমন স্বাধীনতা পেয়েছি।

স্বাধীনতার সত্তর বছর পরেও ভিক্ষারী আর অভুক্ত মানুষ শতকরা ৭০ ভাগ।
স্বাধীনতার সত্তর বছর পরেও কৃষক ফসলের দাম না পেয়ে আত্মহত্যা করে।
দেশের ৮০%থেকে ৯০% সম্পদ ১% মানুষের দখলে। সেই কারণেই এতো ভিক্ষারী আর কৃষকদের আত্মহত্যা।
কেবল মাত্র বাংলা নয় গোটা ভারতে এরকম নেতা মন্ত্রী দুর্নীতি গ্রস্ত। এদের বিচার নেই, এদের শাস্তি হয় না, ভোটে দাঁড়ায় অশিক্ষিত জনগণ সামান্যই টাকার জন্য নিজেদের মধ্যে মারামারি করে এদেরকে জিতিয়ে আনে। পায় ভিক্ষা দেওয়া দু টাকা কিলো চাল, আর হয়তো তোলা তোলার অনুমতি।
এটা গত লোকসভা নির্বাচনের সময় ভাটপাড়ার বড়ো তোলা বাজ বা ঐ রকম কোন নেতা কে জেতানোর জন্য বোমাবাজি।
এই নেতা মন্ত্রী কেমন গরমে আইসক্রিম খাচ্ছে, আর এদের জেতার জন্য, বোমা হামলা চালাচ্ছে, সাধারণ মানুষ। এই থেকে কি মনে হয়, সত্যিই কি আমরা স্বাধীনতা পেয়েছি।আর শিক্ষিত হয়েছি। আরেকটা ছবি দিয়ে শেষ করছি।

স্বাধীনতার জন্যে অনেক রক্ত ঝরেছ, কত প্রাণ অকালে চলে গেছে তার ঠিক নেই, ইতিহাস ঠিক ভাবে উল্লেখ নেই। কেবল আমাদের জানানো হয়েছে, অনশন করে, ব্রিটিশ কে তার শাসনে সাহায্য করে স্বাধীনতা এসেছে। কারণ একটাই এখনও পর্যন্ত আমরা বা আমার দেশ ভারত বর্ষ, ব্রিটিশ সরকার কে কর বা ট্যাক্স দিয়ে যায়। কারণ ভারত, ব্রিটিশ কমনওয়েলতের অন্তর্ভুক্ত, ব্রিটিশ, ভারত কে ডোমেইন স্ট্যাটাস দিয়ে গেছে। স্বাধীনতা দেয় নি, উপরের ছবির ঐ নেতাদের জন্য হাজার হাজার মানুষের আত্ম ত্যাগ, নেতাজির সমস্ত চেষ্টা জল ঢেলে দিয়েছে। কেবল বাঙালি আর পাঞ্জাব কে ধ্বংস করতে ঐ নেতারা এই ডোমেইন স্ট্যাটাস কে স্বাধীনতা বলে চালিয়ে দিয়েছেন। উপরের ছবির নেতারা ব্রিটিশদের দালাল, ব্রিটিশদের পা চেটে ক্ষমতা দখল করে ছিল।

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...