Anulekhon.blogspot.com

Friday, 30 August 2019

আজব কল ( সৌজন্যে মজার কবি সুকুমার রায়ের 'খুড়োর কল' ।)

আজব কল করেছে অবিরাম খুড়ো
সবাই মিলে হাত তালি দেয়,নাড়ে মুড়ো।
খুড়োর যখন এক বছর, সবে সে হাঁটছে,
সেপাঁচ বছরের দেংগা বলেভীষনঅট্টরবে। আর তো সবাই অন্য কথা বলে, খুড়োর মুখে দেংগা শুনে চমকে গেলে লোকে।
বলে সবাই এ ছেলে টা বাঁচলেপরে তবে,
কাজের জোরে একটা কিছু করবে।
খুড়োআজ কল করেছে,বুদ্ধিনিয়ে পরের
ঘেউ ঘেউ রা গন্ধ পেলেই বলে হুররে।
গন্ধে গন্ধে বছরের পর বছর পার।
তবু তার দেখা মেলা ভার,
কেউ বলে যতই করিস ঘেউ ঘেউ
গন্ধ শুঁকে বছরের পর বছর যাবে।
কেউ পাবে কেউ পাবে না তবু ছুটতে হবে। সামনে ভালো খাদ্য তবু জুটবে না
না খেয়ে ছুটে ছুটে হাঁপাবে।
দেখতে কি ভালো যে লাগবে।
খেলেই মিটে যাবে,থাকবে না গন্ধ।
তখন সকলের সব কথা হবে বন্ধ।
এই বরং ভালো সামনে খাদ্য রেখে দৌড়ানো।


No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...