Anulekhon.blogspot.com

Monday, 12 August 2019

"দিদি কে বলো " কর্মসূচি একটা সুন্দর ভুঁড়ি ভোজের ব্যবস্থা।

ছবি টি ডেইলি হান্ট নিউজ ওয়েব সাইট থেকে নেওয়া ।রেজ্জাক মোল্লা তৃণমূল কংগ্রেস বিধায়ক কারও বাড়িতে ভুঁড়ি ভোজে ব্যস্ত।
এটি আরেক জনের বিধায়ক না সাংসদ কী সাম জাটুয়া। যা হোক দিদি এতো দিনে একটি সুন্দর কর্মসূচি নিয়েছেন। যাতে করে তাঁর দলের প্রতিটি জন প্রতিনিধি জন সংযোগ বাড়াতে ঘুরে বেড়াচ্ছেন। অনেকেই ঘুরতে ঘুরতে সাধারণ মানুষের বাড়ি দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছেন। প্রদীপের নীচে অন্ধকার থাকে, তাই এই দলের এক চলচিত্র অভিনেতা সংযোগে মানুষের কথা শুনেল না। তিনি নাকি ভোটের সময় শুনবেন, তবে তিনিও দিদির কথা মতো জন সংযোগে বেড়িয়ে ছিলেন। চলচ্চিত্র অভিনেতা তাই একটু দেমাক, এই সব অভিনেতা অভিনেত্রীরা বেশির ভাগই এরকম, সেই জন্য মানুষ আজ কাল আর এদের সিনেমা দেখে না। আমি তো এরকম যে কজন অভিনেতা অভিনেত্রী ভোটে দাঁড়িয়ে ছিলেন, এদের সিনেমা টিভিতে দেখা ছেড়ে দিয়েছি। এদের কেন এতো দেমাক কোন কাজ নেই, নির্বাচনে জয়ী হলে সব মিলিয়ে এক লক্ষ টাকা মতো পান। আবার ভোটে পরের নির্বাচন হেরে যান বা প্রার্থী না হলেও পেনশন বাঁধা। এরা ভাববে সাধারণ মানুষের দুঃখের কথা শুনবেন তাদের সময় কোথায়? 


No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...