আমাদের রাজ্যের শাসক দলের জবাব নেই, দল নেত্রী নির্দেশ দিয়েছেন। কাট মানি ফেরত দিতে হবে, স্থানীয় নেতা অক্ষরে অক্ষরে পালন করে দেখিয়ে দিচ্ছেন।বাড়ি বাড়ি গিয়ে কাট মানি র টাকা ফেরত দিচ্ছেন। সৎ সাজার কী মরিয়া চেষ্টা, একদিকে পুকুর চুরি হচ্ছে, দিনে ডাকাতির মতো সারদা নারদা রোজভ্যালীর সহ নানা ধরনের চিটফাণ্ডের টাকা আত্মসাৎ করা হয়ে গেছে।সে তো "যা গেছে তা যাক" আমার ভাবতে অবাক লাগে, এ সরকার বা দলের মজার সব কাণ্ড দেখে। সাধারণ মানুষ কিন্তু অনেকেই বলছেন চুরি করুক বছরে পাঁচশ টাকা হলেও দিচ্ছে তো। আমাদের মতো অসংখ্য সাধারণ মানুষ কে বোকা বানিয়ে সরকারি টাকায় মহোৎসব চলছে। কাট মানি কি কেবল একশ দিনের কাজের, বা ঘর করে দেওয়ার জন্য টাকা থেকে, নারে ভাই, কলেজে ভর্তির জন্য টাকা, স্কুলে চাকরি করে দেওয়ার জন্য টাকা, শুধু স্কুলের চাকরি, একটা পাঁচ হাজার টাকার বেতনের আই সি ডি এসের চাকরি সেখানেও টাকা। কোন কাজে নেতা মন্ত্রী দের সাহায্য নিলেই টাকা দিতে হবে। আর যত রকম শ্রী আছে, সেটা পেতে হলে টাকা দিতে হবে। উঁচু তলায় বসে হিসেবে করে বালি মাফিয়া ও কয়লা মাফিয়া, গোরু পাচার করে টাকা। দল কোনো পোশাক তৈরি করে না, তাকে পোশাকের অর্ডার দিয়ে সেখান থেকে টাকা, মি ডে মিলের চাল, টাকা, রেশন কার্ড শংসাপত্র দেওয়ার জন্য টাকা। বিভিন্ন সরকারি কাজে দরপত্র ডাকা থেকে শতাংশ নেওয়া। আরো কত কি ভাবে টাকা পাওয়া যাবে তার চিন্তায় নেতা মন্ত্রী দের ঘুম নেই। হায়রে বাঙালি জাতি রাজ্য টা কে কোন রসাতলে নিয়ে গেলি।
Anulekhon.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।
উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...

-
সরস্বতী পুজোর পদ্ধতি, পরপর যা করতে হবে।১)আচমন ২)বিষ্ণু স্মরণ ৩)স্বত্ত্বি বাচন ৪) স্বত্ত্বি সূক্ত ৫) সাক্ষ্য মন্ত্র ৬) বরণ ৭) সংকল্প ৮) স...
-
আমি এর আগে একটি ব্লগে লিখেছি, দুর্গা যষ্টী পূজার মন্ত্র ।এখানে বলি আমি পণ্ডিত নই, বিভিন্ন ধরনের বই পড়ে, আর দু একজন ব্রাহ্মণের সাথে কাজ ...
-
ছবি টি কীসের বা কোন প্রাণীর নিশ্চয়ই বলে দিতে হবে না। মানুষের প্রথম পোষ মানা প্রথম প্রাণী, হয়তো অনেকেই পড়ে বলবেন এবার নতুন কী এতো আমরা স...
No comments:
Post a Comment