Anulekhon.blogspot.com

Friday, 19 July 2019

খবরের শিরোনাম দেখুন, দফতর নেই, দরপত্র ডাকা হয়েছে।

দেখুন খবরের শিরোনাম দেখুন, দফতর নেই ডাকা হয়েছে দরপত্র। কলকাতা কর্পোরেশন কাজ।মেয়র কে? তোয়ালের নীচে টাকা নেওয়া একজন বড়ো চোর। যাকে সি বি আই নোটিশ পাঠায়, আমাদের বাংলার লজ্জা, যে পদে একদিন নেতাজি সুভাষ চন্দ্র বোসের মতো মানুষ বসে ছিলেন। সে পদের সর্বোচ্চ কর্তা কে অর্থাৎ মেয়র কে সিবিআই নোটিশ পাঠায়, তিনি নির্লজ্জের মতো ঐ পদে বহাল তবিয়তে বসে আছেন। বাঙালি জাতির এতো অধঃপতন ভাবা যায়। টিভি চ্যানেল দেখাচ্ছে, তোয়ালের নীচে লাখ লাখ টাকা নিচ্ছে, এর পরেও বলছেন, আমি টাকা নিইনি নির্দোষ। শুধু উনি নন ঐ দলের প্রত্যেক নেতা মন্ত্রী কর্মী সব চোর চিটিংবাজ, তোলাবাজ, জানি না বাঙালি জাতি তথা পশ্চিমবঙ্গের এই বদনাম কবে দূর হবে। যদিও সিবিআই কিছু করে না, ও মাঝে মাঝে একটু চাগার দেয় যখন নতুন অফিসার আসে, ঠিক মতো উপঢৌকন দিলেই সব তদন্ত চলছে চলবে। এই রকম একটা মানুষ ঐ সংস্থার মাথায় সেখানে এই শিরোনামে খবর হবে না এতে আশ্চর্য হবার কিছু নেই। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...