ওহে বাঙালি তুমি এতো দিনে বুঝলে, যে হিন্দি বলয় বাঙালি বিদ্বেষী। কেবল হিন্দি বলয় কেন গোটা উত্তর ভারতের প্রায় সর্বত্র বাঙালি সম্পর্কে বাজে ধারণা তৈরি করে দেওয়া হয়েছিল। স্বাধীনতার আগে থেকেই, করে ছিল তৎকালীন কংগ্রেসের নেতারা নিজেদের ক্ষমতা দখল করতে। এর মধ্যে মোহন দাস করম চাঁদ গান্ধী ছিল এক নম্বর। সুভাষচন্দ্র বোস কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলে তিনি আপত্তি করে ছিলেন। অথচ এই কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন একজন বাঙালি, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় ।তখন গান্ধী ছিলেন দক্ষিণ আফ্রিকায় সেখানে ইংরেজ দের হয়ে ওকালতি করতেন, এরকম একটা কেসে কালো চামরার লোক বলে অপমানিত হন, আবার আফ্রিকার মানুষের স্বাভাবিক কিছু দাবীর বিরোধী ছিলেন, সেই জন্য ঐ দেশ থেকে বিতাড়িত হয়ে, ১৯২০ সালে ভারতে চলে আসেন। গোটা উত্তর ভারতের পাঞ্জাব বাদ দিলে, আপনি হিন্দি বলয়ের সর্বত্র বাঙালি জাতির একটা বিদ্বেষ কারণ সঠিক ইতিহাস এদের পড়ানো হয় না। মোঘল শাসন আর নবাবি আমল এসব এদের ইতিহাস। ভারতের ইতিহাসে বাংলা একটি বড়ো বিষয় তার একটা নিজস্ব ইতিহাস আছে, সেন বংশ পাল বংশের রাজত্ব তাদের পর আরও যে সব রাজা বা জমিদার বাংলা শাসন করে ছিল। তাদের কথা কোথাও নেই। স্বাধীনতা আন্দোলনের কথা অল্প বিস্তর আছে, তাও না থাকার মতো। বাঙালি জাতি প্রথম স্বাধীনতা আন্দোলনের হোতা এখান থেকেই ভারতের স্বাধীনতা আন্দোলনের শুরু ওসব বাংলা তথা পশ্চিমবঙ্গের কোন বিদ্যালয়ে পড়ানো হয় না। পশ্চিমবঙ্গের কোন ছাত্র ছাত্রী পশ্চিমবঙ্গের ইতিহাস ভূগোল বলতে পারবে না। কারণ প্রাথমিক বিদ্যালয়ে ইতিহাস ভূগোল বিজ্ঞান বলে কোনো বই নেই। বর্তমানে অনেক ছাত্র ছাত্রীদের জিজ্ঞেস করলে বলতে পারে না। রবীন্দ্র ঠাকুর কেন নাইট উপাধি ত্যাগ করে ছিলেন। আসলে ব্যাপারটা হলো হিন্দি বলয়ে স্বাধীনতা সংগ্রামী সেজে নাটক করার লোকের অভাব হয় নি স্বাধীনতার পর। আসলে ব্রিটিশ কেন ভারত ছাড়ল সেটাই জানে না, বা জানানো হয় না। তার তাহলে বুঝতে পারবে দেশের জন্য তাদেরকে অবদান কি? একটা বিগ জিরো। এই হিন্দি বলয়ের মানুষ ব্রিটিশদের গোলামি করে গেছে, আর বাঙালি স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম কে ধরিয়ে দিয়েছে। এই তো ছিল ওদের কাজ ব্রিটিশদের পা চেটে, এবং বর্তমানে এরাই শাসক, বাঙালি আজ হারিয়ে যেতে বসেছে, জণ্ম নিয়ন্ত্রণে তারা প্রথম, এই হিন্দি বলয় ছারপোকার মতো বংশ বিস্তার করে। সারা দেশে চাড়িয়ে গেছে। এদের লোক জণ্ম নিয়ন্ত্রণ আইন করেছে, এরাই মানেনি মানে শিক্ষার অভাব, ভারত সরকার যতদিন না এদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুলবে, সঠিক ইতিহাস পড়ার ব্যবস্থা না করবে। ততদিন এরা নিজেদের ছাড়া আর অন্য কোন ভারতীয় জাতির ভালো দেখতে পারবে না। ক্রিকেট দলের দেখুন, সৌরভ গঙ্গোপাধ্যায় এম এস ধোনি কে দলে তুলল, সেই আবার চ্যাপেলের সাথে জোট করে তাকে প্রায় অপমান করে সরিয়ে দিয়েছিল। প্রণব মুখোপাধ্যায় অনেক দিন ধরে কংগ্রেসের সঙ্গে রাজনীতি করলেন। একবারও তাকে প্রধানমন্ত্রী করে ছিল কংগ্রেস না, সুভাষচন্দ্র বসু বেঁচে আছে না মারা সেই তথ্য সঠিক ভাবে দেয় নি, ব্রিটিশ সঙ্গে যোগাযোগ করে তাকে যুদ্ধ অপরাধী ঘোষণা করে দেশেই ঢুকতেই দেয়নি, জহর লাল নেহরু, এমন তার গদির বা পদের লোভ দেশ ভাগ করে বাঙালি হিন্দু জাতির মেরুদন্ড ভেঙ্গে দিয়েছে এই নেহরু আর গান্ধী হাজার হাজার হিন্দু তার উপর হিন্দু বা পাঞ্জাবী বা শিখ এদের দিকে ফিরেও তাকায় নি। তৎকালীন কংগ্রেস সরকার অথচ দেশ স্বাধীন হওয়ার পিছনে যে জাতি সব থেকে বেশি অবদান সেই বাঙালি কে প্রতি মুহূর্তে অপমানিত হতে হয়েছে দিল্লির ঐ শাসক দ্বারা। পূর্ব বঙ্গ তথা বর্তমান বাংলাদেশে এখন যে ক'জন হিন্দু আছে তারা এখনো নির্যাতনের শিকার।
Anulekhon.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।
উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...

-
সরস্বতী পুজোর পদ্ধতি, পরপর যা করতে হবে।১)আচমন ২)বিষ্ণু স্মরণ ৩)স্বত্ত্বি বাচন ৪) স্বত্ত্বি সূক্ত ৫) সাক্ষ্য মন্ত্র ৬) বরণ ৭) সংকল্প ৮) স...
-
আমি এর আগে একটি ব্লগে লিখেছি, দুর্গা যষ্টী পূজার মন্ত্র ।এখানে বলি আমি পণ্ডিত নই, বিভিন্ন ধরনের বই পড়ে, আর দু একজন ব্রাহ্মণের সাথে কাজ ...
-
ছবি টি কীসের বা কোন প্রাণীর নিশ্চয়ই বলে দিতে হবে না। মানুষের প্রথম পোষ মানা প্রথম প্রাণী, হয়তো অনেকেই পড়ে বলবেন এবার নতুন কী এতো আমরা স...
No comments:
Post a Comment